আজ ২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবসের দিনেও সিএএ ও এনআরসির বিরুদ্ধে গর্জে উঠল বাংলার বিশিষ্টজনরা। সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে অপর্ণা সেন, রূপম ইসলাম থেকে অনুপম রায়, অঞ্জন দত্ত-সহ বিভিন্ন শিল্পীরা একটি ভিডিও বার্তা দিয়েছেন আজ। সঙ্গীতশিল্পী অনুপম রায়ের স্ত্রী তথা সমাজকর্মী পিয়া চক্রবর্তী টুইটারে পোস্ট করেছেন ভিডিওটি। তাতে দেখা যাচ্ছে, সৌমিত্র, অপর্ণা, অনির্বাণ, অঞ্জন ছাড়াও পরমব্রত চট্টোপাধ্যায়, রত্নাবলী রায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, ঋদ্ধি সেন, নীতা ঘোষ, জয়ন্ত কৃপালনী সংবিধানের ভূমিকা একে একে পড়ছেন।
এ রাজ্যে সিএএ ও এনআরসি-র প্রতিবাদে প্রথম থেকেই সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে পাহাড় – সর্বত্র তিনি সিএএ, এনআরসি ও এনপিআরের বিরুদ্ধে পদযাত্রায় শামিল হয়েছেন। চুপ করে বসে থাকেননি বাংলার বিদ্বজ্জনেরাও। নানা সময়ে তাঁদের প্রতিবাদে অংশ নিতে দেখা গিয়েছে। এদিন তাঁরা ফের গর্জে উঠলেন।
সাত দশক আগে দেশে সংবিধান কার্যকর হয়েছিল এই ২৬ জানুয়ারি। আর সেই সংবিধানকে লঙ্ঘন করে নাগরিকত্ব আইন আনা হয়েছে বলে বেশ কিছুদিন ধরে দেশজুড়ে শুরু হয়েছে প্রতিবাদ। সেই কারণেই এই বিশেষ দিনটিকে সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদের জন্য বেছে নিয়েছে বাংলার বিদ্বজ্জনেরা।