নেরোকা বধ করে শুক্রবার শহরে ফিরেছে মোহনবাগান। টানা সাত ম্যাচ অপরাজিত থাকার পর পালতোলা নৌকা যখন খেতাবের দিকে এগোচ্ছে, তখনই বড় ধাক্কা খেতে পারে মোহনবাগান। পরের ম্যাচে অনিশ্চিত হয়ে পড়লেন ড্যানিয়েল সাইরাস। কোয়েম্বাতুরে ৩১ জানুয়ারি কিবু ভিকুনার দলের পরের ম্যাচ। সেখানে সাইরাস না খেললে গতবারের চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে কে খেলবেন তা নিয়ে চিন্তায় মোহনবাগান কোচ। যা পরিস্থিতি তাতে চেন্নাই সিটি এফ সি-র বিরুদ্ধে হয়তো ফ্রান মোরান্তের সঙ্গে ফ্রান গঞ্জালেসকে স্টপারে দেখা যেতে পারে।
আজ শনিবার জোসে বেইতিয়াদের অনুশীলন নেই। তবে সাইরাসকে এম আর আই করতে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। টিম ম্যানেজমেন্টের এক সদস্য বললেন, ‘‘সাইরাসের ডান পায়ের যা চোট তাতে পরের ম্যাচে খেলা কঠিন। ওর পা এখনও ফুলে রয়েছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে।’’ সাইরাস না খেলতে পারলে গঞ্জালেসকে স্টপারে নিয়ে গিয়ে কোমরান তুর্সিনভকে প্রথম মিনিট থেকেই নামানো হতে পারে।