নিউজিল্যান্ড আর জেটল্যাগ। শুক্রবার অকল্যান্ডে এই দু’টি বাধাকেই হারিয়ে দিয়েছে বিরাট কোহলির ভারত। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ৫ উইকেটে জিতে উঠে ভারত-অধিনায়কের প্রতিক্রিয়া, এই ধরনের জয় দিয়ে সিরিজ শুরু করার অর্থ একটাই। গোটা দলটার ছন্দ পেয়ে যাওয়া।
ম্যাচ জিতে কোহলি বলেছেন, ‘আমরা এই জয় উপভোগ করছি। দু’দিন আগে নিউজিল্যান্ডে পা রেখেছি। পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার তেমন সময় পাইনি। তা সত্ত্বেও দ্বিশতাধিক রান তাড়া করে জিততে পেরে আমি খুশি। এই স্পিরিটটাই গোটা ট্যুরে বজায় রাখতে হবে। এদিন দর্শকদের দারুণ সমর্থন পেয়েছি। দুশোর উপর রান তাড়া করতে যা আমাদের সহযোগিতা করেছে। জেট ল্যাগ ক্রিকেটারদের জয়ের খিদেতে প্রভাব ফেলতে ব্যর্থ। মাঠে নেমে সহজাত এবং স্বাভাবিক পারফরম্যান্স মেলে ধরাই লক্ষ্য ছিল টিম ইন্ডিয়ার।’
ভারত থেকে নিউজিল্যান্ডে পৌঁছতে সাড়ে সাত ঘণ্টার মতো সময় লাগে। ভারতীয় দল অস্ট্রেলিয়াকে ওয়ান ডে সিরিজে ২-১ হারিয়ে আসায় আত্মবিশ্বাসীও। কোহলি বলেছেনও সে কথা, ‘‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে সত্যিই ভাল খেলেছি। সেই আত্মবিশ্বাসটা সঙ্গে নিয়েই এখানে এসেছি। এখানকার যা পিচ, তাতে শুরু থেকে আক্রমণাত্মক হওয়া যায় না। ইনিংসের মাঝামাঝি সময়টায় আমরা আসল খেলা খেলেছি। তা ছাড়া বোলাররাও ওদের ২০৩-এর মধ্যে বেঁধে রেখেছে। এটাও বেশ ভাল ব্যাপার।’’
কোহলি অবশ্য ফিল্ডিং নিয়ে বলেছেন, ‘‘ফিল্ডিংয়ের জায়গাটায় ইচ্ছে করলে উন্নতি করতে পারি। তার জন্য মাঠের মাপের ব্যাপারটা মাথায় রাখতে হবে। আর ফিল্ডারদের কাছে বলও আসছিল ভাল গতিতে। এখানে এগুলো মাথায় রাখতে হবে।’’