চলতি আইএসএলে মুম্বই সিটি এফসির প্রথম চার দলের মধ্যে থাকার আশা অপূর্ণই থেকে গেল। গতকাল হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে এগিয়ে গিয়েও জয় হাতছাড়া হল মুম্বই সিটি এফসির।
হায়দ্রাবাদ দ্বিতীয়ার্ধের শুরুতেই ফুটবলার পরিবর্তন করে। লালডানমাউইয়া রালতের জায়গায় নামেন সাহিল তাভোরা। তারপর থেকে তাদের দাপট দেখাতে থাকে। ম্যাচের অন্তিম মুহূর্তে মুম্বইয়ের জয়ের পথে কাঁটা ছড়িয়ে দেন তাদেরই ডিফেন্ডার প্রতীক চৌধরি। পেনাল্টি বক্সের মধ্যে তিনি ফাউল করেন মার্কো স্তানকোভিচকে।
আইএসএলে দশ দলের মধ্যে সবার শেষে এই মুহূর্তে হায়দ্রাবাদ। ১৪ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট রবিন সিংহদের। সেই দলের বিরুদ্ধে শুক্রবার আশ্চর্যজনক ভাবে সামনে একা আমিনেকে রেখে ৪-২-৩-১ ছকে দল সাজিয়েছিলেন মুম্বই কোচ হর্হে কোস্তা। প্রথমার্ধ শেষ হওয়ার দু’মিনিট আগে হায়দরাবাদের নিখিল পুজারি পেনাল্টি বক্সের মধ্যে ফাউল করেন মুম্বইয়ের সের্খে কেভিনকে। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মহম্মদ লারবি।