গেরুয়া শিবির সবসময়েই বিভাজনের রাজনীতি করে থাকে। ধর্মীয় বিভাজনই যেন তাঁদের লক্ষ্য। সেই ধার্মিক আঙ্গিকেই এবার বিতর্কিত নির্দেশিকা জারি করল পাটনার জেডি মহিলা কলেজ। বলা হল, কলেজে বোরখা পরা যাবে না! পরলে ২৫০ টাকা জরিমানা দিতে হবে।
কলেজ কর্তৃপক্ষের এই নোটিসের পরই ক্যাম্পাস জুড়ে তীব্র বিক্ষোভ শুরু হয়। এভাবে শুধুমাত্র বোরখাকে নিষিদ্ধ করায় ক্ষোভে ফেটে পড়েন মুসলিম ছাত্রীরা। স্বভাবতই ধর্মের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন তারা। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে সামাল দিতে আসরে নামেন খোদ প্রিন্সিপাল শ্যামা রয়।
কলেজের তরফে জানানো হয়েছে, পড়ুয়াদের সকলের জন্য ড্রেস কোড করা হয়েছে। সবাইকে সেই ড্রেস মাফিক কলেজে আসতে হবে। এর বাইরে অন্য কোনও পোশাক পরা যাবে না। কলেজের তরফে যে নোটিস দেওয়া হয়েছে তাতে এই উল্লেখ করে আরও বলা হয়েছে, শুধু শনিবার কোনও পোশাকের বাধ্যবাধকতা থাকবে না। কিন্তু কোনও কলেজ পড়ুয়া বোরখা পরতে পারবে না। যদি নিয়ম কেউ ভাঙে তাকে ২৫০ টাকা জরিমানা করা হবে। যদিও কলেজের পক্ষ থেকে ড্রেস কোড কী হবে তার সম্পর্কে কিছুই জানানো হয়নি।