মুকুল রায়ের মন্তব্যের বিরোধিতা করলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। মুকুল যখন রাজ্যে এনআরসি হবে না বলে বুধবার কলকাতায় বিবৃতি দিয়েছেন, তখন বৃহস্পতিবার আলিপুরদুয়ারে দাঁড়িয়ে সেই মন্তব্যকেই কার্যত উড়িয়ে দিলেন বিজেপি–র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
উল্লেখ্য, দিলীপ ঘোষ ফের বিজেপি–র রাজ্য সভাপতি হওয়ায় মুকুল রায়ের কৌশলী মন্তব্য ছিল, সভাপতি হলেও তাঁর হাতে চাবি নেই। এমন মন্তব্য নিয়ে কার্যত বিড়ম্বনায় পরে দল। ফালাকাটায় এদিন যেন আগের সেই দ্বন্দ্বই আরও একবার ফুটে উঠেছে। সূত্রের খবর, বিজেপির একটি অংশ এনআরসি চাইছেন না। শুধু আলিপুরদুয়ারে এনআরসি–র ধাক্কায় গত দু’মাসে অনেক কর্মী দল ছেড়েছেন। এই ইস্যুকে ধরে আদৌ কতটা মানুষের সমর্থন মিলবে, তা নিয়ে সন্দিহান দলের একাংশই।
উল্লেখ্য, রাজ্যে এনআরসি–র উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে বুধবার কলকাতায় বিবৃতি দিয়েছিলেন মুকুল রায়। এদিন দিলীপ ঘোষ ঠিক তার পাল্টা বিবৃতি দেওয়ায় ফের বিজেপির অন্দরেই চর্চা শুরু হয়েছে।