৪৮ ঘণ্টা প্রচার করতে পারবেন না বিজেপি প্রার্থী কপিল মিশ্র৷ ভারত বনাম পাক মন্তব্যের জেরে তাঁর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন৷ তাঁর ব্যান অর্ডারে সই করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক৷ শনিবার বিকেল ৫টা থেকে তাঁর ওপর নিষেধ্জ্ঞা কার্যকর হচ্ছে৷ এর আগে কমিশন তাঁকে শোকজ করেছিল৷
নোটিসে বলা হয়েছে, কপিল মিশ্র ভবিষ্যতে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করলে আইনত অপরাধ৷ তাঁকে ব্যাখ্যা দিতে হবে, কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না৷ ভারতের নির্বাচন কমিশন দিল্লীর মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে টুইটে রিপোর্ট চেয়েছে৷ এরপরেই রিটার্নিং অফিসার কপিল মিশ্রর কাছে জবাব তলব করেন৷
সিএএ আইনের বিরোধিতায় বর্তমান পরিস্থিতি বিচার করে প্রথমে এক টুইট বার্তায় তাঁর দাবি, ‘৮ ফেব্রুয়ারি রাজধানীর রাজপথে যুদ্ধ হতে চলেছে ভারত ও পাকিস্তানের।’ এরপরে তিনি এর ব্যাখ্যা দিয়ে বলেন, ‘পাকিস্তান ইতিমধ্যেই দিল্লীর শাহিনবাগের অন্দরে প্রবেশ করেছে। দিল্লির ভিতরে ছোট ছোট পাকিস্তান তৈরি করা হচ্ছে। শাহিনবাগ, চাঁদবাগ, ইন্দ্রলোক এই সমস্ত জায়গায় আর দেশের আইন মানা হয় না। পাকিস্তানী জঙ্গিরা দিল্লী অধিকার করছে।’ এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়৷
সিএএকে কেন্দ্র করে ইতিমধ্যেই অগ্নিগর্ভ গোটা দেশ। এই আইন প্রত্যাহারের দাবিতে দিল্লীর শাহিনবাগে অবস্থান বিক্ষোভ করছেন প্রতিবাদীরা। সেই ঘটনাকে কেন্দ্র করেই একের পর এক টুইট করেন কপিল মিশ্র। যেখানে দিল্লীর নির্বাচনকে ভারত পাকিস্তান যুদ্ধের সঙ্গে তুলনা করেন তিনি। এরপর বিরোধীরা আসরে নামতে দেরি করেনি৷ যার জেরে তাঁর প্রচার ব্যান৷