নির্ভয়ার মায়ের চারজন দোষীকে ‘ক্ষমা’ করে দেওয়া উচিৎ, এমন মন্তব্য করেছিলেন সিনিয়র অ্যাডভোকেট ইন্দিরা জয়সিং। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় উঠেছিল। ইন্দিরা জয়সিংয়ের এই মন্তব্যের উত্তরে কঙ্গনা বলেন, ‘যে সমস্ত মহিলারা জয়সিংয়ের মতো এ ধরনের দাবি করেন তারাই এরকম ‘রাক্ষস এবং খুনিদের’ জন্ম দেন’। এই মন্তব্যের প্রতিবাদ করেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি টুইটারে কঙ্গনার মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন।
স্বস্তিকা বলেছেন, ‘আপনার মত আপনি পোষন করতেই পারেন স্বাধীন দেশে। কিন্তু একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে এইরকম আক্রমণ উচিত নয়’। শুধু স্বস্তিকা নয় বলিউডের অনেক অভিনেত্রীই এই বিষয়ে কঙ্গনার বক্তব্যে তীব্র বিরোধিতা করেন।
তিনি আরও জানান, ‘ছেলে ধর্ষক হয়ে ওঠার পেছনে কি দায় মায়ের! তোমার সরব হওয়ার অধিকার আছে বলেই কী তুমি এভাবে বলবে! একজন নারীর কত বড় অপমান এটা’। কেবল স্বস্তিকা নন, তাঁর পাশাপাশি অনেকেই ধর্ষকের মায়ের প্রসঙ্গ তোলায় এক প্রকার ক্ষিপ্ত কঙ্গনার ওপর।