তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুই বিজেপি কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার নদীয়ার ধানতলায় এই ঘটনাটি ঘটেছে। আক্রান্ত তৃণমূল কর্মীর নাম আশিস বিশ্বাস। সূত্রের খবর, ধানতলা থানার বাসিন্দা পেশায় মাছ ব্যবসায়ী আশিস বিশ্বাস এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত।
বর্তমানে রানাঘাট হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে ধানতলা থানার পুলিশ। আহত ওই তৃণমূল কর্মীর বাড়ি আড়ংঘাটা বস্তা এলাকায়। এই ঘটনায় রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে আড়ংঘাটা সব্দলপুর হাসপাতালের সামনে তমাল রায় ও লাবলু রায় নামের দুই বিজেপি কর্মীর সঙ্গে বচসা হয় আশিসবাবুর। তারপর আশিসবাবুকে লক্ষ্য করে হঠাৎই গুলি চালানো হয়। আশিসবাবুর বুকে ও হাতে গুলি লাগে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে সব্দলপুর হাসপাতাল ও পরে সেখান থেকে রানাঘাট হাসপাতালে নিয়ে যান।