পুরভোটের দামামা বেজে গেছে। নবান্ন সূত্রে এখনও পর্যন্ত সঠিক দিনক্ষণ না জানা গেলেও, এপ্রিলেই হতে পারে পুরভোট এমনটাই মনে করা হচ্ছে। এবার পুরভোটের রণকৌশল নির্ধারণ করতে বৈঠকে বসছে শাসকদল। আজ বিকেল ৪টেয় তৃণমূল ভবনে সমস্ত জেলা সভাপতিদের ডাকা হয়েছে। উত্তরবঙ্গ সফর সেরে আজই ফেরার কথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তিনিও এই বৈঠকে থাকবেন বলে জানা গেছে।
আজকের বৈঠকে থাকার কথা তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরেরও। পুরভোটের আগে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির পর্যালোচনা এবং আগামী কি কি কর্মসূচি হবে সেইসব ঠিক করতেই এই বৈঠক করা হবে বলে সূত্রের খবর। এছাড়াও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সিএএ ও এনআরসি-সহ বিভিন্ন ইস্যুতে আগামীদিনে তৃণমূলের আন্দোলন কোন পথে কিভাবে হবে, সেসব পর্যালোচনা করতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে।
চলতি বছরে কলকাতা, হাওড়ায় পুরভোট। একসঙ্গে আরও ৯৩টি পুরসভার ভোট রয়েছে। ২০২১ সালে রাজ্য বিধানসভা ভোটের আগে এই পুরভোট খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।