বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় গেরুয়া সন্ত্রাসে উত্তপ্ত হয় বাংলার মাটি।এবার সেই ঘটনা ঘটল খোদ কলকাতার বুকে। তৃণমূল কর্মীদের ওপর হামলা চালাল গেরুয়া শিবির আশ্রিত দুষ্কৃতীরা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে গেরুয়া হামলায় আক্রান্ত পুলিশও।
সূত্রের খবর, তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার বাঁধে যোধপুর পার্কে। রাতের পর সকালেও থমথমে ছিল এলাকা। অভিযোগ তৃণমূল কর্মীদের ওপর হামলা চালায় বিজেপির কর্মী সমর্থকরা। তৃণমূলের আরও অভিযোগ, সিএএ নিয়ে আলোচনা করতে না চাওয়ায় তাঁদের ওপর হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।
কারও গলায়, কারও পেটে খুর চালিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জানা গিয়েছে ঘটনায় আক্রান্ত হয় পুলিশ কর্মীরাও। লেক থানার এক পুলিস অফিসার গুরুতর জখম হয়েছে। তাঁর তিনটি আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ সূত্রে খবর পুলিশের উপর আক্রমণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৪ জনকে। স্থানীয়রা জানাচ্ছে ধৃতরা বিজেপির কর্মী বলে পরিচিত।