ইপিএলে ফের হারের মুখ দেখল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তাও বার্নলির মতো লিগ টেবিলের ১৩ নম্বরে থাকা দলের বিরুদ্ধে। গতকাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তাদের কাছে ২-০ হারের পরেই সোশ্যাল মিডিয়ায় রেড ডেভিলস ভক্তদের চরম হতাশা প্রকাশ পায়। এদিন তাঁদের সঙ্গে সুর মেলালেন ক্লাবের প্রাক্তন তারকারাও। মিডফিল্ডার ড্যারেন ফ্লেচারের কথায়, ‘ওল্ড ট্র্যাফোর্ডের পরিবেশ বিষাক্ত হয়ে উঠছে।’ আর এক প্রাক্তন তারকা পিটার ক্রাউচের মন্তব্য, ‘শেষ ৩০ বছরে ম্যান ইউয়ের এটাই সব চেয়ে খারাপ দল।’
ম্যান ইউয়ের পয়েন্ট ২৪ ম্যাচে ৩৪। শেষ দু’দশকে এটাই ইংল্যান্ডের জনপ্রিয়তম ক্লাবের সব চেয়ে খারাপ ফল। শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে তাদের ব্যবধান ৩০। যা ম্যান ইউ ভক্তদের কাছে রীতিমত অবিশ্বাস্য। স্বভাবতই প্রাক্তনদের অনেকে আশঙ্কা করছেন, যে কোনও মুহূর্তে চাকরি যাবে ম্যানেজার ওয়ে গুন্নার সোলসারের। তাঁদের বক্তব্য, ‘দলের ঘণ্টা বেজে গিয়েছে।’
এদিন হতাশ ম্যান ইউ ভক্তেরা খেলা শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যান। বিশ্লেষকেরা বলে দিলেন, রক্ষণ-মাঝমাঠ-আক্রমণে কোনও সৃষ্টিশীলতা ছিল না। এবং তাঁদের মতে, এত খারাপ খেললে এই ফল প্রত্যাশিত। বার্নলি দুই অর্ধে দু’টি গোল করেন। গোলদাতা ক্রিস উড ও জে রদ্রিগেস। দু’টি গোলই বিশ্বমানের। লজ্জার হারের পরেও ম্যান ইউ ম্যানেজার বলেন, ‘দল যথেষ্ট ভাল খেলছে। আজকের ব্যাপারটা বিচ্ছিন্ন ঘটনা।’ কিন্তু দলের খেলাতেই পরিষ্কার, সোলসার যতই তাঁর ছেলেদের আড়াল করার চেষ্টা করুক না কেন, তাঁরা একেবারেই ফর্মে নেই এবার।