রঞ্জি ট্রফিতে দুরন্ত ট্রিপল সেঞ্চুরি করে অসাধারণ কামব্যাক করলেন মুম্বইয়ের ব্যাটসম্যান সরফরাজ খান। দারুণ প্রতিশ্রুতি জাগিয়ে শুরু করলেও মাঝখানে প্রায় হারিয়েই গিয়েছিলেন তিনি। তবে এদিন একেবারে স্বকীয় মেজাজে ফিরতে দেখা গেল সরফরাজকে। এদিন সরফরাজের অপরাজিত ৩০১ রানের দৌলতে উত্তরপ্রদেশের বিশাল রান (৬২৫-৮ ডিক্লেয়ার) টপকে যায় মুম্বই। পেয়ে যায় তিন পয়েন্ট। প্রথম ইনিংসে মুম্বইয়ের স্কোর ৬৮৮-৭ ডিক্লেয়ার।
জানা গেছে, গত দু’দিন ধরেই জ্বরে ভুগছিলেন সরফরাজ। একটা সময় তো তাঁর ব্যাট করারই কথা ছিল না। কিন্তু ম্যাচের পরে সরফরাজ বলেছেন, ‘পরে মনে হল, আমি যদি পুরো সময় খেলতে পারি, তা হলে ম্যাচের রং বদলে দিতে পারব।’ রঞ্জি ট্রফিতে করুণ নায়ারের পরে তিনি হলেন দ্বিতীয় ব্যাটসম্যান, যিনি ছ’নম্বরে নেমে ট্রিপল সেঞ্চুরি করলেন।