যোগীরাজ্যকে পেছনে ফেলে আরও একবার এগিয়ে বাংলা৷ শাক–সবজি উৎপাদনে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে বাংলা। সম্প্রতি কেন্দ্রীয় কৃষিমন্ত্রক ২০১৮-১৯ সালের হিসাবে একটি তালিকা প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে ২০১৮-১৯ সালে বাংলায় ২৯.৫৫ মিলিয়ন টন শাক–সবজি উৎপাদন করা হয়েছে যেখানে আগে ২৭.৭০ মিলিয়ন টন উৎপাদন করা হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে উত্তরপ্রদেশে শাক–সবজির উৎপাদন অনেকটাই কমে গিয়েছে। ২০১৮–১৯ সালে উত্তরপ্রদেশে ২৭.৭১ মিলিয়ন টন শাক–সবজি উৎপাদন করা হয়েছে।
গোটা দেশে যে পরিমান শাক–সবজি উৎপাদন করা হয়, তার ১৫.৯ শতাংশ উৎপাদন করা হয় বাংলায়। শুধু তাই নয়, বাংলায় চাষের জমি পরিমাণও বেড়েছে। ২০০৪–০৫ সালে যেখানে গোটা দেশে ৬.৭৪ মিলিয়ন হেক্টর জমিতে চাষ করা হত, সেখানে ২০১৮–১৯ সালে জমির পরিমাণ বেড়ে হয়েছে ১০.১০ মিলিয়ন হেক্টর। প্রতি হেক্টরে ১৮.৪ টন উৎপাদন হয়, জানাচ্ছে কৃষিমন্ত্রক।
মুখ্যমন্ত্রী রাজ্যের কৃষি ব্যবস্থা নিয়ে সচেতন। চাষিদের বিভিন্ন খাতে রাজ্য সরকার নানাভাবে সাহায্য করেন। চাষিরা গ্রামীন কৃষি উন্নয়ন দফতর থেকে নানারকম সাহায্য পান৷ ঋণ ও পান। সে কারণেই বাংলা এই ক্ষেত্রে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে।