২৭ জানুয়ারি দিল্লীর বিরুদ্ধে ম্যাচ বাংলার। যেখানে অধিনায়ক হিসেবে পাওয়া যাবে না অভিমন্যু ঈশ্বরনকে। নিউজিল্যান্ড উড়ে গেছেন অভিমন্যু ভারতীয় ‘এ’ দলের প্রতিনিধিত্ব করতে। তাঁর পরিবর্তে বাংলাকে নেতৃত্ব কে দেবেন, তা নিয়ে উঠেছিল প্রশ্ন। অবশেষে মনোজ তিওয়ারিকেই দলের নেতৃত্ব দেওয়া হল।
কোচ অরুণ লাল বলছিলেন, ‘‘মনোজ যদি নেতৃত্ব দিতে রাজি হয়ে যায় তা হলে কোনও সমস্যাই নেই। শুক্রবার দল নির্বাচনী বৈঠকে এ বিষয়ে নির্বাচকদের সঙ্গে আলোচনা করার পর মনোজকেই নেতৃত্ব দেওয়া হল”। অন্যদিকে বুধবারই ঋদ্ধিমান সাহাকে খেলানোর অনুমতি চেয়ে বোর্ডকে চিঠি পাঠাল সিএবি। এ বার বোর্ড কী সিদ্ধান্ত নেয় তাই দেখার। সিএবি-তে অনেকেই ইতিবাচক। তাঁদের যুক্তি, ‘‘বোর্ড প্রেসিডেন্ট যেহেতু সৌরভ, তাই ঋদ্ধির খেলার সম্ভাবনাও বেশি।’’
ঋদ্ধিকে ফেরানোর আরও একটি কারণ, শ্রীবৎস গোস্বামীর চোট। মঙ্গলবার হায়দ্রাবাদের বিরুদ্ধে তৃতীয় দিনের শুরুতেই হাঁটুতে চোট পান শ্রীবৎস। যদিও দলীয় সূত্রে খবর, আগামী ম্যাচে খেলতে সমস্যা হবে না তাঁর।