মাত্র তিন মাস আগে ইনস্টাগ্রামে যোগ দিয়েছেন শিল্পপতি রতন টাটা। মাঝে দীর্ঘদিন প্রকাশ্যে আসেননি তিনি। তবে আজ সকালে ‘থ্রো ব্যাক থার্সডে’ নাম দিয়ে নিজের পুরোনো একটি ছবি শেয়ার করেছেন বিখ্যাত এই শিল্পপতি। ছবিটি তাঁর তরুণ বয়সের। তখন তিনি ছিলেন লস এঞ্জেলসে। ঝকঝকে তরুণের সেই ছবি দেখে হইচই শুরু হয়েছে নেট দুনিয়ায়।
ছবির ক্যাপশনে রতন টাটা লিখেছেন, একজনের কাছে ‘থ্রো ব্যাক থার্সডে’-র কথা শুনলাম। তাই ছবিটা পোস্ট করেছি। ‘থ্রো ব্যাক থার্স ডে’ হল ইন্টারনেটে একটা ট্রেন্ড। ‘থ্রো ব্যাক থার্সডে’ নাম দিয়ে বিশ্ব জুড়ে অনেকেই পুরানো ছবি পোস্ট করেন। ছবিটি পোস্ট করে রতন টাটা বলেছেন, ‘আমি ভেবেছিলাম, বুধবারই ছবিটা পোস্ট করব। কিন্তু একজনের কাছে থ্রো ব্যাক থার্সডে-র কথা শুনে বৃহস্পতিবারই পোস্ট করলাম।’ ছবিতে টি শার্ট পরা রতন টাটাকে দেখা যাচ্ছে, তিনি হাসি হাসি মুখে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন।
তিনি লিখেছেন, ‘লস এঞ্জেলসে থাকার সময় ছবিটি তোলা হয়েছিল। ওই ছবি তোলার কিছুদিন বাদেই ভারতে ফিরে গিয়েছিলাম।’ রতন টাটা কিছুদিন লস এঞ্জেলসে জনস অ্যান্ড ইম্মনস কোম্পানিতে কাজ করেছিলেন। ১৯৬২ সালের শেষদিকে তিনি ভারতে ফিরে যান। রতন টাটা ছবিটি শেয়ার করার এক ঘণ্টার মধ্যে কয়েক হাজার জন মন্তব্য করেন। ছবিটি শেয়ার করেন ১ লক্ষেরও বেশি লোক। একজন মন্তব্য করেছেন, আপনি যে ভারতে ফিরেছিলেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই স্যার।