রাজ্যে প্রথম কোল্ডমিক্স প্লান্ট চালু হল বাঁকুড়া জেলায়। রাস্তা তৈরির ক্ষেত্রে দূষণ এড়াতে বাংলায় এই প্রথম বাঁকুড়ার বড়জোড়া শিল্পতালুকে এই প্লান্ট চালু করা হল। গতকাল ‘বিটকেম’ সংস্থার সিইও রাজীব আগরওয়াল প্লান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কয়েক দিনের মধ্যে বাণিজ্যিক ভাবে উৎপাদন শুরু হবে। এর জন্য ১০০ কোটি টাকা লগ্নি করার কথা জানিয়েছেন সংস্থার কর্তারা।
ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে আড়াই হাজার কিলোমিটার রাস্তা তৈরির বরাত পেয়েছে ‘বিটকেম’ নামে এই সংস্থা। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর, বর্ধমান, শিলিগুড়িতে কোল্ডমিক্স দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। বিটকেম কর্তৃপক্ষের দাবি, এই পদ্ধতিতে পরিবেশকে দূষিত না করেই উন্নতমানের টেকসই রাস্তা তৈরি করা যাবে।
বিভিন্ন রাজ্যে দূষণ নিয়ন্ত্রণে হটমিক্স-এর বদলে কোল্ডমিক্স ব্যবহার করা হয়। এবার বাংলাতেও কোল্ডমিক্সে কাজ হবে। জানা গেছে, রাস্তা তৈরি করতে সাধারণত হটমিক্স ব্যবহার করা হয়। যে জায়গায় রাস্তা তৈরি হচ্ছে সেখানে পিচ গলিয়ে পাথর মিশিয়ে রাস্তায় ঢালা হয়। এক্ষেত্রে পিচ গলানোর জন্য কোথাও কাঠ দিয়ে আগুন জ্বালানো হয় অথবা মিক্সিং প্লান্টে ডিজেল দিয়ে পিচ গলানো হয়। ১৬০ ডিগ্রি তাপমাত্রায় পিচ ও পাথর মিশ্রণ করা হয়। তাই এই দুই ক্ষেত্রেই প্রচুর পরিমাণে দূষণ হয়। কিন্তু কোল্ডমিক্স-এ কোনও দূষণ হয় না।
সংস্থার জনসংযোগ আধিকারিক অভিজিৎ চক্রবর্তী বলেন, ‘আমরা সলিড পিচ কিনে বয়লারে এক ধরনের তেল গরম করি। সেই তেল সলিড পিচকে গলিয়ে দেয়। এর পরে পিচের সঙ্গে জল ও কেমিক্যাল মিশিয়ে পিচকে তরল অবস্থায় রাখা হয়। পরবর্তী সময় যে জায়গায় রাস্তা তৈরি হবে সেখানে তরল পিচ নিয়ে গিয়ে পাথর মিশিয়ে রাস্তা তৈরি করা হয়।’