এনআরসি-সিএএ বিরোধী বিক্ষোভে উত্তাল গোটা দেশ। মোদীর আইনের বিরোধিতায় প্রতিবাদের নতুন পন্থা দেখিয়েছে দিল্লীর শাহিনবাগ। দিল্লীর শাহিনবাগের মতোই কলকাতার পার্ক সার্কাসেও রাজনৈতিক দলের কোনও রঙ ছাড়াই সাধারণ মানুষ বিক্ষোভে সামিল হয়েছেন। কিছুদিন আগে সেখানে হাজির হয়েছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম। এবার পার্ক সার্কাস ময়দানের সিএএ বিরোধী আন্দোলনে শামিল হলেন বিশিষ্ট সমাজকর্মী মেধা পাটেকর।
গতকাল রাতে দীর্ঘক্ষণ বিক্ষোভমঞ্চে ছিলেন তিনি। কথা বলেন বিক্ষোভকারীদের সঙ্গে। আন্দোলনের ১৫ তম দিনে বিক্ষোভমঞ্চে হাজির হন মেধা পাটেকর। প্রায় আধঘণ্টা সেখানে বক্তব্য রাখেন তিনি। তিনি বলেন, “বিভিন্ন প্রান্ত থেকে খবর পাওয়া যাচ্ছে যে একাধিক পুরসভায় NPR-এর কাজ হচ্ছে। দ্রুতই সেই কাজ বন্ধ করার ব্যবস্থা নিন মুখ্যমন্ত্রী।” সেইসঙ্গে পরিস্থিতি মোকাবিলায় বাম ও তৃণমূলকে একসঙ্গে লড়াইয়ে নামার কথাও বলেন তিনি।
বিক্ষোভস্থল থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন মেধা পাটেকর। পাশাপাশি, রাজ্যে যাতে কোনওভাবেই এনআরপি এর কাজ না হয় সে বিষয়টি নিশ্চিত করার দাবিও জানান তিনি। শাহিনবাগের মতোই কলকাতার পার্ক সার্কাস ময়দানে অবস্থান বিক্ষোভে বসেছেন কয়েকশো মহিলা। কেউ আট তো কেউ আশি, সবাই রয়েছেন সেই অবস্থানে। উদ্দেশ্য একটাই, এনআরসি-সিএএ মানছি না, মানব না।
প্রসঙ্গত, সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠনের (এমএসএস) চতুর্থ সর্বভারতীয় সম্মেলনে আমন্ত্রিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মেধা পাটেকর। সেই অনুষ্ঠানে যোগ দিতেই শহরে পা রাখেন তিনি। রামলীলা ময়দান থেকে নারীশক্তির প্রশংসা করেন তিনি।