এনআরসি-সিএএ-এনপিআর নিয়ে দেশ জুড়ে আন্দোলনের মধ্যেই এ বার সরাসরি মুসলিমদের আক্রমণ করলেন কর্নাটকের বিজেপি বিধায়ক এমপি রেণুকাচার্য। মুসলিমরা মসজিদের ভিতরে প্রাণঘাতী অস্ত্রশস্ত্র মজুত করে রাখে বলে অভিযোগ তুললেন তিনি। রেণুকাচার্যের দাবি, ‘নমাজ পড়ার বদলে মুসলিমরা মসজিদে অস্ত্র জমাচ্ছে। আর তাদের পুরোহিত (ইমাম) আশীর্বাদের জায়গায় ফতোয়া জারি করছে।’
সিএএ-র সমর্থনে এগিয়ে না আসায় মুসলিমদের জন্য বরাদ্দ অর্থ হিন্দুদের কল্যাণে খরচ করা হবে বলেও হুমকি দেন রেণুকাচার্য। তিনি বলেন, ‘‘এত দিন ওদের সমানই ভেবে এসেছি। তা সত্ত্বেও ওরা যদি আমাদের দলকে শত্রু মনে করে, আমরাও ওদের অবজ্ঞা করব। আমাদের নীতি-নিয়মের বিরোধিতা করলে, তা কোনওভাবেই বরদাস্ত করব না।’’
বেঙ্গালুরু থেকে ৩০০ কিলোমিটার দূরে দেবনগরীজেলার হোন্নাল্লিতে মঙ্গলবার সিএএ-র সমর্থনে বিশেষ সমাবেশের আয়োজন হয়েছিল। সেখানেই এমন মন্তব্য করেন রেণুকাচার্য। তিনি বলেন, ‘‘নমাজ পড়ার বদলে মসজিদের ভিতর প্রাণঘাতী অস্ত্র মজুত করছে মুসলিমরা। ধর্মোপদেশ দেওয়ার বদলে ফতোয়া দিয়ে বেড়াচ্ছে তাদের কাজিরা।’’
অস্বস্তির কারণে তো কেবল এই মন্তব্য নয়। এছাড়া আরও বেশ কিছু উস্কানিমূলক বক্তব্য পেশ করতে শোনা যায় রেণুকাচার্যকে। ‘সংখ্যালঘুদের সঙ্গে সমান আচরণ করার পরও যদি ওরা আমাদের দলকে শত্রু বলে মনে করে, তবে আমিও ওদের কোনও কর্মসূচিতে শামিল করব না। সোজাসুজি এড়িয়ে যাব’, বলেন মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব।