ফের বড়সড়ো ধাক্কা গেরুয়া শিবিরে। খড়্গপুরের পর এবার বিজেপি ধাক্কা খেল পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িতে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন একাধিক নেতা-কর্মীরা। কিছুদিন আগে তৃণমূল থেকে বিজেপি–তে যাওয়া কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির সদস্য সোমা দণ্ডপাট। তিনিও পাততাড়ি গুটিয়ে ফিরে এলেন তৃণমূলে।
সোমবার রাতে মেদিনীপুরে তৃণমূলের জেলা কার্যালয়ে তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি। এ বিষয়ে অজিত মাইতি জানান, ‘বিজেপি–কে মানুষ আর পছন্দ করছে না। তাই তাঁদের নেতারাই আমাদের দলে আসছেন। এভাবে সবাই তৃণমূলেই আসবেন।’
বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন বিজেপি–র বাঘাস্তি মণ্ডলের সাধারণ সম্পাদক গয়াপ্রসাদ পালই, বাঘাস্তি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুকুমার সিংহ, পঞ্চায়েত সদস্যা সীতা প্রামাণিক, চন্দনা রানা, পাখি রাউত। এছাড়াও স্থানীয় কিছু নেতৃত্ব মিলিয়ে প্রায় দেড়শো থেকে দুশো জন বিজেপি নেতা–কর্মী।
তৃণমূলে যোগ দিয়ে নেতা কর্মীরা জানান, বিজেপি মানুষের জন্য, মানুষের উন্নয়নের জন্য কাজ করেন না। নিজেদের স্বার্থে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার রাজনীতি করেন। শুধু তাই নয় দলের অন্দরেও অনেক সমস্যা আছে। দলের অন্দরকলহ বৃহৎ আকার ধারণ করছে। তাই তৃণমূলে যোগদান করে, মানুষের উন্নয়নের স্বার্থে মানুষের পাশে থাকতে তারা মমতার দলে যোগদান করেছেন।