জেএনইউতে আক্রান্ত ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তা নিয়ে বলিউডে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। নাসিরুদ্দিন জোর গলায় দীপিকাকে সমর্থন করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, দীপিকা যা করেছে, তাতে তার সাহসের পরিচয় পাওয়া যায়। । প্রবীণ অভিনেতা অনুপম খের কিছুদিন আগে মোদী সরকারের সমর্থনে টুইট করেন। বুধবার নাসিরুদ্দিন শাহ রীতিমতো কঠোর ভাষায় তাঁর সমালোচনা করলেন। তিনি অনুপম খেরকে বলেছেন চামচা ও ক্লাউন।
নাসিরুদ্দিনের কথায়, “অনুপম খেরের মতো কেউ কেউ খুব গলা ফাটাচ্ছেন। আমি মনে করি, তাঁর কথা সিরিয়াসলি নেওয়া উচিত নয়। তিনি একজন ক্লাউন। এনএফডি এবং এফটিআইআই-তে যাঁরা তাঁর সহকর্মী ছিলেন, সকলেই একথা বলবেন। তাঁর স্বভাবই হল ক্ষমতাবানদের চামচাগিরি করা। এই ব্যাপারটা তাঁর রক্তে আছে। তিনি চেষ্টা করলেও এই স্বভাব বদলাতে পারবেন না।”
উল্লেখ্য, দীপিকাকেও তুমুল সমর্থন করেছিলেন নাসিরুদ্দিন। তিনি বলেছিলেন, “দীপিকা বলিউদের প্রথম সারির নায়িকা। কিন্তু তার পরেও সে যে পদক্ষেপ নিয়েছে, তাতে তার প্রশংসা করতেই হয়। এতে তার অনেক ক্ষতি হতে পারে।” পরে তিনি বলেন, এই ক্ষতি সাময়িক। তাঁর কথায়, “সে হয়তো কয়েকটি বিজ্ঞাপনে কাজ পাবে না। তাতে কি সে গরিব হয়ে যাবে? তার জনপ্রিয়তা কমে যাবে? তার সৌন্দর্য কমে যাবে। কিছুদিন বাদেই লোক সব ভুলে যাবে। বলিউড শুধু একটা জিনিসই চেনে। তা হল টাকা।”