গত বছরের ডিসেম্বর মাস থেকেই সিএএ ও এনআরসির বিরোধিতায় পথে নেমেছেন সাধারণ মানুষ। গোটা দেশ বিক্ষোভে উত্তাল। কলকাতার পার্ক সার্কাস থেকে দিল্লীর শাহিনবাগ শান্তিপূর্ণ বিক্ষোভ অবস্থানে সামিল মানুষ। পথে নেমেছেন বহু বিশিষ্ট মানুষ, একাধিক বলিউডের তারকারা। দীপিকা পাড়ুকোন এসেছিলেন দিল্লীর জেএনইউতে। তার জন্য তাকে বিজেপির তোপের মুখে পড়তে হয়।
কিন্তু মোদী বিরোধী অভিনেতা হিসাবে পরিচিত প্রকাশ রাজ এই বিষয়ে মুখ খোলেননি এতদিন। এবার তিনিও মুখ খুললেন।
গতকাল সিএএ নিয়ে মন্তব্য করতে দেখা গিয়েছে প্রকাশ রাজকে। তিনি জানিয়েছেন, “ভারতে ৩০০০ কোটি টাকার মূর্তির প্রয়োজন নেই, আগে ছোট ছোট শিশুদের পড়াশুনা কিংবা সুস্থ পরিবেশের ব্যবস্থা করুন। দেশে বেকারত্বের সংখ্যা দিনে দিনে বাড়ছে, সেটার সমাধান করুন।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় কটাক্ষ করে প্রকাশ বলেন, “ভারতের যুব সমাজের ক্ষমতা রয়েছে মোদীকে রাজনীতি শেখানোর। ওনার যুব-ছাত্র সমাজের কাছ থেকে দেশের রাজনীতি নিয়ে শিক্ষা নেওয়া উচিত। ১৯ লক্ষ মানুষ আজ অসামে ঘর ছাড়া, যে মানুষটি কার্গিলের যুদ্ধে নিজের দেশের জন্য প্রাণ দিল তার পরিবারের লোকজন আজ ডিটনেশন ক্যাম্পে রয়েছে। তাহলে উনি কি মুসলিম ছিলেন বলে এই শাস্তিটা পাচ্ছেন তিনি”।
তিনি আরও জানিয়েছেন, “দেশে সবার থাকার অধিকার রয়েছে। শুধুমাত্র কোটি কোটি টাকা খরচা করে মূর্তি বানাচ্ছে এই সরকার। দেশের মূল সমস্যাটাই ধরতে পারেননি এরা। বেকারত্বের সমস্যা নিয়ে কেউ চিন্তিত নয়। দেশে এনআরসি নয়, বেকারত্ব হল মূল সমস্যা”।