সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ০-৩ হেরেছে নিউজিল্যান্ড। তাই ভারতের বিরুদ্ধে প্রত্যাবর্তনের জন্য মুখিয়ে রয়েছে তারা। যে প্রসঙ্গে আশাবাদী নিউজিল্যান্ড দলের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলর। তাঁর অনুমান, অস্ট্রেলিয়ার সফরের ব্যর্থতা ঝেড়ে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে সব ধরনের ক্রিকেটেই স্বমহিমায় দেখা যাবে নিউজিল্যান্ডকে। স্বদেশীয় প্রচারমাধ্যমকে তিনি বলছেন, ‘‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাম্প্রতিক সিরিজে সব বিভাগেই পর্যুদস্ত হয়েছি। কিন্তু দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটাতে প্রস্তুত আমরা।’’ যোগ করেন, ‘‘ওরা বিশ্বের এক নম্বর দল হতে পারে, তবে ঘরের মাঠে চেনা পরিবেশে খেলব আমরা। ভারতের জন্য আমরা তৈরি।’’
ইতিমধ্যেই রিচার্ড হ্যাডলির দেশে পৌঁছে গিয়েছেন বিরাট কোহলিরা। শুক্রবার অকল্যান্ডে শুরু হবে একমাসব্যাপী সফরের প্রথম দ্বৈরথ। তার আগে নিউজিল্যান্ড দলের প্রাক্তন অলরাউন্ডার ক্রেগ ম্যাকমিলান জানিয়ে দিলেন, অপ্রতিরোধ্য ভারতের বিরুদ্ধে তিন ধরনের ক্রিকেটের মধ্যে দুই ধরনের ক্রিকেটে জিততেই হবে তাঁর দেশকে।
ম্যাকমিলানও বলেন, ‘‘একটা বড় সিরিজ সামনে আসছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যা ফল হয়েছে, তার পরে ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজ প্রত্যাবর্তনের জন্য একটা বড় মঞ্চ। এই ভারতীয় দল দারুণ শক্তিশালী। টেস্ট হোক বা ওয়ান ডে বা টি-টোয়েন্টি, সব দিক দিয়েই ভারতীয় দল দুর্দান্ত।’’ যোগ করেন, ‘‘এ বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। তা ছাড়া সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফরের ব্যর্থতা ঝেড়ে ফেলে দলের মনোবল ফেরানোর জন্যও এই সিরিজ গুরুত্বপূর্ণ। দলে নতুন মুখ দেখার সম্ভাবনাও রয়েছে।’’
অন্যদিকে নিউজিল্যান্ড সফরে চোট সমস্যায় জর্জরিত ‘টিম ইন্ডিয়া’। চোটের কারণে টি-২০ সিরিজ থেকে শেষ মুহূর্তে ছিটকে গেলেন ওপেনার শিখর ধাওয়ান। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন তিনি। তা সত্ত্বেও ঝুঁকি নিয়ে এই বাঁ হাতি ওপেনার বেঙ্গালুরুতে তৃতীয় তথা নির্ণায়ক ম্যাচ খেলতে নেমেছিলেন। কিন্তু ফিল্ডিং করার সময় ফের চোট পান ভারতীয় ওপেনারটি। তাঁকে হাসপাতালে ছুঁটতে হয়। এক্স-রে করার পর চিকিৎসকরা ধাওয়ানকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই ধাওয়ানের পরিবর্ত খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে।