মঙ্গলবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, মানুষ যতই প্রতিবাদ করুক, এ দেশে সিএএ চালু হবেই। সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব, তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, বিএসপির সুপ্রিমো মায়াবতীর নাম নিয়ে বললেন তাঁরা দেশের মানু্ষকে ভুল বোঝাচ্ছেন। শাহ এই নেতাদের চ্যালেঞ্জ জানিয়ে বললেন, তাঁরা যেন জনগণের সামনে নতুন নাগরিক আইন নিয়ে তর্ক করেন। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব সহ্য করতে পারলেন না স্বরাষ্ট্রমন্ত্রীর হুমকি। সিএএ নিয়ে শাহের হুমকির ব্যঙ্গাত্মক উত্তর দিলেন টুইটারে।
টুইটারে অখিলেশ লিখলেন, ‘উত্তরপ্রদেশে কি একজন বাবাজি যথেষ্ট নন? আরেক বাবাজি এসে কেন শিক্ষা দিতে শুরু করলেন? এই ভণ্ড বাবাজিরা খুব আত্মবিশ্বাসের সঙ্গে সাধারণ মানুষকে বোকা বানান। কিন্তু এবার সিএএ– এর সমর্থনে মানুষদের কাছ থেকে উল্টে আর কিছু পাবেন না। বরং মানুষ এবার বুঝে গিয়েছে। এবার চলে গেলে আর যেন ফিরে না আসেন, ভণ্ড বাবাজিদের এবার সেই কথাই বলবে মানুষ।’