বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রনাথকে মুছে দিয়ে ফায়দা লুঠবে, এটা মানবেন না বোলপুরের মানুষ। মঙ্গলবার আউশগ্রামের বেরেন্ডা গ্রামে এক জনসভায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাফ জানিয়ে দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
অনুব্রত বলেন, ছাত্রদের দাবি-দাওয়া নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ মিছিল করতেই পারে। সেখানে বামেরাও মিছিল করতে পারে। কিন্তু মারামারি করার অধিকার নেই। বিশ্বভারতীতে রবীন্দ্রনাথকে যারা মুছতে চাইবে, তাদের বোলপুরের মানুষ ও তৃণমূল কংগ্রেস খাতির করবে না।
অনুব্রত বলেন, ‘বিশ্বভারতীতে সব ছাত্র সংগঠনের আন্দোলন করার অধিকার আছে। এসএফআই, তৃণমূল ছাত্র পরিষদ, ছাত্র পরিষদ সবাই আন্দোলন করতে পারে। কিন্তু কোনওরকম মারামারি বা অন্য জায়গা থেকে লোক এনে ঝামেলা করে রবীন্দ্রনাথকে মুছে দেব, এটা মানব না। রবীন্দ্রনাথকে মোছা যাবে না। রবীন্দ্রনাথকে মুছে দিয়ে নিজেরা ফায়দা লুঠবে, এটা মানতে পারব না। অন্তত বোলপুরের মানুষ মানবেন না। আশা করি, ভারতবর্ষের মানুষও মানবেন না। কারণ, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের গুরুদেব, আপনাদেরও গুরুদেব।’