পারফরম্যান্সের উপর ভিত্তি করে এর আগেও অবসরের পূর্বে ছাঁটাই হয়েছে রেলে। এবার কি তবে আরও একবার অবসরের আগেই ছাঁটাই হতে চলেছে রেলে? ডিআরএমের এক চিঠিকে কেন্দ্র করে এই জল্পনা তুঙ্গে উঠেছে নর্দার্ন রেলে।
মোরাদাবাদ ডিভিশনের রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) সন্দীপ সাক্সেনা ওই ডিভিশনের ইঞ্জিনিয়ারিং বিভাগের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে যাঁদের বয়স ৫৫ বছর হবে, এবং যাঁরা ওই সময়সীমার মধ্যে রেল পরিষেবায় ৩০ বছরের কর্মজীবন কাটিয়ে ফেলবেন, সেই কর্মচারীদের নামের তালিকা পাঠাতে হবে। সংশ্লিষ্ট শাখার ইঞ্জিনিয়ারিং বিভাগের গ্রেড পে ১৯০০, ২০০০, ২৪০০ এবং ২৮০০ এর আওতায় থাকা ওই কর্মীদের নামের তালিকা পরবর্তী দু’দিনের মধ্যে ডিভিশনাল কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা করতে হবে।
এই চিঠিকে কেন্দ্র করেই ফের অবসরের বয়স হওয়ার আগেই ছাঁটাইয়ের জল্পনা তীব্র হয়ে উঠেছে। ঠিক কী কারণে নির্দিষ্ট করে ৫৫ বছর বয়সী রেল কর্মীদের নামের তালিকা চেয়ে পাঠানো হয়েছে তা নিয়েও উঠছে প্রশ্ন।
এই মুহূর্তে রেলের লোকবল ১৫ লক্ষ ২৪ হাজার ১২৭ জন। আর ২০২১ সালের মার্চ মাসের মধ্যে বয়সের কারণে অবসর নিতে চলেছেন প্রায় ৯০ হাজার রেলকর্মী। যদিও রেলমন্ত্রক আগেই জানিয়েছে, এটি নিছকই ‘রুটিন’ পর্যালোচনা মিটিং। তবে জল্পনা থামার কোনও লক্ষণ নেই। অবসরের আগে ছাঁটাই নিয়ে জল্পনা ঘনীভূত হচ্ছেই আর ডিআরএমের চিঠিতে দানা বাঁধছে ক্ষোভও।
সূত্রের খবর অনুযায়ী, চিঠিটি ইস্যু হয়েছে গত ১৫ জানুয়ারি। অর্থাৎ ১৭ জানুয়ারি দু’দিনের ওই সময়সীমা শেষ হয়েছে। তবে সরকারি সূত্রের খবর, এখনও পর্যন্ত এই ইস্যুতে কোনও পদক্ষেপ করা না হলেও শীঘ্র এ ব্যাপারে বৈঠক হতে চলেছে।