নতুন অভিযানের জন্য গতকাল রাতেই নিউজিল্যান্ড পাড়ি দিল ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়াকে হারানোর পরে আত্মবিশ্বাসে ভরপুর টিম ইন্ডিয়া। তবে যাওয়ার আগে বিরাট কোহলি জানিয়ে দিচ্ছেন দলের রণকৌশল। তা হল, কেন উইলিয়ামসন-রস টেলরদের উপরে শুরু থেকেই চাপ তৈরি করা।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে ভারত। কোহলি জানান, ‘‘গত বছর নিউজিল্যান্ড সফরে গিয়ে আমরা যথেষ্ট ভাল খেলেছিলাম। যা আমাদের আত্মবিশ্বাস জোগাবে। গত বারও আমাদের পরিষ্কার ধারণা ছিল, মাঠে নেমে কী করতে হবে, সে ব্যাপারে। বিদেশে গিয়ে যদি শুরু থেকেই বিপক্ষ দলের উপরে চাপ তৈরি করা যায়, তা হলে ক্রিকেট দারুণ উপভোগ করা যায়।’’
নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয় টিমের সবাইকে মানসিক ভাবে দারুণ জায়গায় রাখবে। ভারত অধিনায়কের কথায়, ‘‘আমরা রবিবারের ম্যাচের আগে বলছিলাম নিউজিল্যান্ড রওনা হওয়ার আগে এটাই আমাদের ঘরের মাঠে শেষ ম্যাচ। তাই এই ম্যাচটা জিততে পারলে খুশি মনে বিদেশ সফরে যেতে পারব”।