শীর্ষে মোদী রাজ্য গুজরাত। ২০১৮ সালে দেশব্যাপী খুনের সংখ্যা ও কারণের একটি তালিকা তৈরি করেছে জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরো। সেই রিপোর্টের তথ্যই চমকে দেওয়ার মতো। গুজরাতে জল সঙ্কটের কারণে হানাহানিতে মৃত্যু হয়েছে ১৮ জনের। সেই নিরিখেই দেশের মধ্যে এগিয়ে রয়েছে গুজরাত।
পরিসংখ্যান অনুযায়ী, প্রতি ঘণ্টায় অন্তত তিনজনের খুন হয়েছে। সারা দেশ জুড়ে মোট খুনের সংখ্যা ২৯,০১৭। হিসেব করলে দাঁড়ায় প্রতিদিন ৮০ জনের মৃত্যু হয়েছে বিবাদে। গোটা দেশের নানা জায়গায় শুধু জলের জন্য সমস্যায় হওয়া বিবাদে ৯২ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে নরেন্দ্র মোদী ও অমিত শাহের গুজরাতে এই কারণে খুনখারাপি হয়েছে সবথেকে বেশি, ১৮ জনের। এই রিপোর্টই প্রমাণ করছে মোদী রাজ্যে শান্তির আবহ নেই। অথবা মোদী সরকার নিজের জায়গায় সঠিক পরিকাঠামো দিতে ব্যর্থ। সারা দেশের অরাজকতায় নজর দেবেন কিভাবে! উঠছে প্রশ্ন।
এই রিপোর্টে দেখা যাচ্ছে, ব্যক্তিগত সমস্যার কারণে খুন হয়েছে ৩৮৭৫, সম্পত্তি সংক্রান্ত বিবাদে খুন হয়েছে ৩৮৩৮, পরিবারের সমস্যায় খুন হয়েছে ২৭১২ ও তুচ্ছ বিবাদের কারণে খুন হয়েছে ১৯৯৭ জনের। অবৈধ সম্পর্কের কারণে মৃত্যু হয়েছে ১৬৫৮, প্রেমজনিত সমস্যায় ১৫৮১, পণের দেওয়া–নেওয়া নিয়ে বিবাদে মোট ৯১৩, চরমপন্থীদের অত্যাচারে ১৮৯, রাজনৈতিক কারণে ৫৪, জাতপাতের সমস্যায় ৩৬, সম্মানরক্ষার বিবাদে ২৯, ধর্মের কারণে ২৪ জনের মৃত্যু হয়েছে।