শনিবার গভীর রাতে ইএম বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুনন্দা পট্টনায়েক। তাঁর এই আকস্মিক প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে টুইট করে শোক প্রকাশ করেন তিনি।
এদিন টুইটারে মমতা লেখেন, ‘কলকাতায় গোয়ালিয়র ঘরানার অন্যতম বড় শিল্পী সুনন্দা পট্টনায়েকের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। জন্মসূত্রে উড়িষ্যার হলেও ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে অসামান্য অবদান রেখেছেন তিনি। তাঁর পরিবার এবং অনুরাগীদের প্রতি আমার সমবেদনা রইল।’
উল্লেখ্য, সল্টলেক পূর্বাচল আবাসনের ক্লাস্টার ফাইভের আবাসিক ছিলেন সুনন্দা পট্টনায়েক। তাঁর জন্ম ১৯৩৪ সালে। বাবা ছিলেন বিখ্যাত উড়িয়া কবি বৈকুণ্ঠনাথ পট্টনায়েক। মাত্র চোদ্দো বছর বয়সে অল ইন্ডিয়া রেডিও-য় গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন এই বিশিষ্ট সঙ্গীত শিল্পী। কলকাতায় একবার এক অনুষ্ঠানে একসঙ্গে তেরোটি সোনার কয়েন সম্মানিত করা হয়েছিল তাকে।