সিএএ ও এনআরসি নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন বিখ্যাত ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে সংশোধিত নাগরিকত্ব আইনকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বললেন, এই আইন অযৌক্তিক ও অনৈতিক আইন৷ এই আইনের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ সম্পর্কেও মুখ খোলেন তিনি। জানান, মানুষকে ঐকবদ্ধ হতে দেখাটা উৎসাহজনক। তাঁর কথায়, সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ হয়েছে তা দেখে চমকে গিয়েছে সরকার। চমকে গিয়েছে সমালোচকরাও।
তিনি আরও বলেন, সিএএ পুরোপুরি অযৌক্তিক। কেন শ্রীলঙ্কার তামিলদের বাদ দেওয়া হল?এনআরসি এসে পড়লে মুসলিমরা দুর্বল হয়ে পড়বে। তিনি আরও বলেন, এই আইন অযৌক্তিক, অনৈতিক ও অসময়ের। অর্থনৈতিক সঙ্কট, পরিবেশের সঙ্কট রয়েছে। আমাদের সেদিকে নজর দিতে হবে। সরকারের উচিত এই আইন ফিরিয়ে নেওয়া। না নেওয়া হলে সরকারের সমস্যা আরও বাড়বে।
দেশে অনেক সমস্যা রয়েছে৷ সেই দিকে নজর দেওয়ার পরামর্শও দেন তিনি৷ তাঁর কথায়, বহু জরুরি সমস্যা রয়েছে। তরুণদের কোন সুযোগ, কর্মসংস্থান দেওয়া হচ্ছে? প্রশ্ন তোলেন তিনি৷ এই সরকার বিজ্ঞান ও স্কলারশিপের বিরোধী। তিনি বলেন, আমাদের প্রতিবাদ করতে হবে, তবে অহিংস ভাবে।
তাঁর কথায়, সিএএ এবং এনআরসি উত্তর-পূর্বের মানুষদের আরও নিরাপত্তাহীন করে তুলেছে৷ সমস্যার একটা অংশ হল, সাধারণ ভারতীয়রা আদালতের ব্যাপারে অতিরিক্ত বিশ্বাস রাখে। দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে৷ এর সমালোচনা করেন তিনি৷ বলেন, ইন্টারনেট নিষিদ্ধ করাটা খারাপ সঙ্কেত দেয়।