তিন খান সিএএ বা এনআরসি নিয়ে এখনও অবধি মুখ না খুললেও, অবশেষে আজ সিএএ ও এনআরসি নিয়ে নিজের বক্তব্য জানালেন অভিনেতা সইফ আলি খান। সিএবি বিল সংসদে পাশ হওয়ার পর ভারতের রাষ্ট্রপতি সেই বিলকে সই করে আইনে পরিণত করেছেন। গতবছরেই এই বিল আইনে পরিণত হওয়ায় তীব্র বিক্ষোভ শুরু হয়েছে দেশজুড়ে। আর সেই বিক্ষোভে কখনও মিছিল করে আবার কখনও মিটিং করে সাধারণ মানুষ কিংবা পড়ুয়াদের সঙ্গেও পা মেলাতে দেখা গিয়েছে বলিউডের তারকাদের। অনুরাগ কাশ্যপ, বিশাল ভরদ্বাজ, সুশান্ত সিং, স্বরা ভাস্কর, ফারহান আখতার ছাড়াও একাধিক বলি তারকাদের প্রকাশ্যে সিএএ ও এনআরসির বিরোধিতা করতে দেখা গিয়েছে। এবার এই আইনের বিরোধিতা করলেন অভিনেতা সইফ আলি খান।
তবে কোনও রাজনৈতিক দলের হয়ে নয়, নিজের মতো করেই এক সাক্ষাৎকারে এই বক্তব্য রেখেছেন সইফ। কোনও আন্দোলন কিংবা বিক্ষোভের কথাতে না গিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, ‘বর্তমানে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্রের কথা বলতে বড়ই ভয় লাগে, এগুলো সবটাই তো রাজনীতির অংশ হয়ে গিয়েছে।’ তিনি এও জানিয়েছেন এটা তাঁর দায়িত্ব যে একজন তারকা হয়ে না জেনে বুঝে কোনও বিষয়ে মন্তব্য করা উচিত না। দেশের মানুষেরা যেভাবে গণতান্ত্রিক, স্বাধীনভাবে থাকতে বিশ্বাসী, সেই পথটা থেকে সরে আসছে ধীরে ধীরে। বর্তমানে যেদিকে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে, বাধ্য করা হচ্ছে সবকিছুই মানতে। আমার মনে হয় না আর দেশটা ধর্মনিরপেক্ষ থাকবে।’
তিনি আরও জানান, ‘বর্তমানে দেশের নাগরিকরা বিরোধ করছেন, তার পিছনে নিশ্চয়ই কোনও কারণ রয়েছে। তবে আন্দোলনটা হোক গণতান্ত্রিক উপায়ে, কারোর গায়ে আঘাত না করে। তবে আমি বিশ্বাস করি এত মানুষের কথা কেউ না কেউ শুনবেই।’ দেশ যে ধীরে ধীরে নিজের ধর্মনিরপেক্ষতা থেকে সরে আসছে, তা সইফের বক্তব্যেই পরিষ্কার।