শুক্রবার মোরাদাবাদ ইনস্টিউট অব টেকনোলজিতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সেই অনুষ্ঠানে গিয়ে এবার ফের মানুষের ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করলেন তিনি। প্রতি পরিবার পিছু থাকবে দু’জন সন্তান। তার বেশি নয়। ফের একবার এই নিয়মের পক্ষে সওয়াল করলেন ভাগবত। তিনি জানালেন, এই সম্পর্কিত আইন আনার ভাবনা চালাচ্ছে কেন্দ্র!
বক্তব্য রাখতে গিয়ে ভাগবত জানান, যদি কোনও আইনে গোটা দেশে পরিবার পিছু দুই সন্তানের নিয়ম আনা হয়, তাহলে সেই আইনকে সমর্থন করবে আরএসএস। এতেই নাকি দেশের উন্নতি হবে। তাঁর কথায়, ‘গোটা দেশে জন্ম নিয়ন্ত্রণ আইন আনা প্রয়োজন। আমরা মনে করি এটাই সঠিক সময়। তবে শেষপর্যন্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্র। তবে এধরনের আইন কোনও বিশেষ ধর্মের জন্য নয়, গোটা দেশের জন্য কার্যকর হওয়া প্রয়োজন।’
ভাগবতের এই মন্ত্যবের পরেই দেশজুড়ে সমালোচনার ঝড়। বিরোধীরা বলছেন কোন পরিবারে কতজন সন্তান থাকবে বা একের বেশী সন্তান থাকবে কি না সেটাও কি কেন্দ্র আইন করে ঠিক করবে? ক্ষমতা কুক্ষিগত করে যেভাবে সাধারণের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন কেন্দ্র তা নিয়ে সরব আমজনতাও।