বৃহস্পতিবার সকলকে অবাক করেই বার্ষিক চুক্তি থেকে মহেন্দ্র সিং ধোনিকে ছেঁটে ফেলে ভারতীয় ক্রিকেট বোর্ড। চারটি গ্রেডের একটিতেও তাঁকে রাখেনি বিসিসিআই। আর এর পর আর দেশের হয়ে খেলবেন না মাহি, এমনটাই মনে করেন স্পিনার হরভজন সিং।
বৃহস্পতিবার ভারতীয় বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও সরিয়ে দেওয়া হয় বিশ্বকাপ জয়ী অধিনায়ককে। সব কিছু বিবেচনা করেই হরভজনের মন্তব্য, ‘‘মহেন্দ্র সিংহ ধোনির রাস্তা এখানেই হয়তো শেষ। শুনেছিলাম, ভারতের জার্সিতে বিশ্বকাপই শেষ প্রতিযোগিতা ছিল ওর কাছে। দেশের হয়ে খেলার আর কোনও পরিকল্পনা ছিল না ওর। অনেক আগেই এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল ধোনি। তাই আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে নিজেকে আর যুক্ত করেনি।’’
বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর থেকে আর দেশের হয়ে খেলেননি মাহি। অনেকেই আশা করেছিলেন নতুন বছরে হয়তো তাঁকে নীল জার্সিতে দেখা যাবে। কিন্তু চুক্তি থেকে বাদ পড়ায় সেই আশা অনেকটাই ধাক্কা খেয়েছে। কিন্তু আইপিএলে ভাল খেললে জাতীয় দলের দরজা ফের একবার খুলতে পারে ধোনির জন্য, এমনটা আশা অনেক বিশেষজ্ঞেরই।
যদিও ভাজ্জির মতে, “আমার মতে ধোনি আর হয়তো দেশের হয়ে খেলবে না। সে যতই আইপিএলে ভাল খেলুক না কেন।’তিনি আরও বলেন, “আমি জানি ধোনি এবার আইপিএলে খুব ভাল খেলবে চেন্নাইয়ের হয়ে। কিন্তু তারপরেও ও দেশের হয়ে খেলবে না। ধরুন এই আইপিএলে ঋষভ পন্থও খুব ভাল খেলল। তাহলে আপনি কি ওকে বসিয়ে ধোনিকে দলে নেবেন?’’
ভারতীয় বোর্ড থেকে যদিও সরকারি ভাবে ধোনির অবসর প্রসঙ্গে কিছু জানানো হয়নি। বোর্ডের এক কর্তা বলেছেন, ‘‘চুক্তি থেকে সরানো মানেই দরজা বন্ধ হয়ে যাওয়া নয়। চুক্তি ছাড়াও অনেকে ভারতের হয়ে খেলেছে। তাতে কোনও সমস্যা নেই।’