এনআরসি-সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকারের অস্বস্তি ক্রমশই বাড়ছে। কেরালা এবং পশ্চিমবঙ্গের পর এবার বেঁকে বসল তেলেঙ্গানাও। বুধবারই তেলেঙ্গানা সরকার জানিয়ে দিয়েছে, জাতীয় নাগরিকপঞ্জী ও নাগরিকত্ব আইন সেখানে কার্যকর হবে না। এনআরসি ও সিএএ-কে ‘বৈষম্যমূলক’ এবং ‘অসাংবিধানিক’ বলে দাবি করেছে তেলেঙ্গানা।
বুধবার একটি জনসভায় বক্তব্য রাখার সময় তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী মহাম্মদ মাহমুদ আলি বলেন, তাঁদের রাজ্যে সিএএ-এনআরসি লাগু না করার বিষয়ে কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুক্তার আব্বাস নকভিকে তিনি জানিয়ে গিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ‘আমি কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নকভির সঙ্গে দেখা করে জানিয়ে দিয়েছি। কেন্দ্রীয় সরকার বিশ্বের যে কোনও দেশের অত্যাচারিত হিন্দুদের নাগরিকত্ব দিক, কিন্তু ভারতে যারা এতবছর ধরে বসবাস করছে তাদের যেন কোনও সমস্যার সম্মুখীন না হতে হয়। সেই কারণে আমি খুব স্পষ্টভাবে ওঁকে বলেছি যে তেলেঙ্গানায় এনআরসি বা সিএএ আমরা লাগু করতে দেব না।’
তেলেঙ্গানাও এই নিয়ে মুখ ঘুরিয়ে ফেলায় কেন্দ্রীয় সরকারের ওপর চাপ যে বাড়ল তা একপ্রকার নিশ্চিত বলে ধরে নেওয়া যায়। কেননা ইতিমধ্যে এনডিএ-র সরকার থাকা বহু রাজ্যই এনআরসি নিয়ে নিজেদের আপত্তি স্পষ্ট করে দিয়েছে।