ফের প্রশ্নের মুখে রেলের যাত্রী সুরক্ষা। বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শান্তিপুর লোকালের যাত্রীরা।
মদ্যপ অবস্থায় ট্রেন চালানোর অভিযোগ চালকের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার ফুলিয়ায়। আর এই ঘটনায় আবারও প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা।
অভিযোগ, বুধবার শিায়লদহ থেকে রাত সাড়ে নটায় আপ শান্তিপুর লোকাল প্রত্যেক দিনের মত যাত্রা শুরু করে। রানাঘাট স্টেশন ছাড়ার পর থেকেই ট্রেনের গতি অস্বাভাবিক বেড়ে যায়। রাত ১১.৫৪ মিনিট। ফুলিয়া স্টেশনে স্টপ থাকার পরও সেখানে না থেমে দ্রুত গতিতে ফুলিয়া স্টেশন ছাড়িয়ে বেরিয়ে যায় ট্রেনটি। ট্রেনের গার্ডের তৎপরতায় পরের স্টেশন বাথনায় গিয়ে দাঁড়ায় ট্রেনটি। তখন ঘড়িতে বাসে ১১.৫৮ মিনিটে। এই ঘটনার জেরে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়।
ক্ষুব্ধ যাত্রীরা ট্রেনের চালকের সঙ্গে কথা বলতে গেলে, তাঁদের অভিযোগ সেই সময়ে যাত্রীরা দেখেন চালক মদ্যপ অবস্থায় রয়েছেন। তাঁদের অভিযোগ চালক মদ্যপ অবস্থায় ট্রেন চালানোর জেরেই এই বিপত্তি। এই ঘটনার জেরে চালক ও গার্ডকে ঘিরে বিক্ষোভ দেখান যাত্রীরা। পরে রেলের উচ্চপদস্থ আধিকারিকদের বিষয়টি জানানো হলে শান্তিপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনকে পাঠিয়ে বাথনা স্টেশন থেকে ফুলিয়ায় যাত্রীদের পুনরায় ফুলিয়ায় পৌঁছে দেওয়া হয়।