বেশ কিছুদিন যাবৎ বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চলছিল তরুণ ক্রিকেটার পৃথ্বী শ’র রিহ্যাব। মুম্বইয়ের তরুণ ওপেনারকে সেখান থেকেই ফিট বলে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি পৃথ্বী এক ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যাতে দেখা যাচ্ছে, তিনি নেটে ব্যাট করে চলছেন। বোর্ড সূত্রে বলা হয়েছে, বৃহস্পতিবার বা শুক্রবার নিউজিল্যান্ডের উদ্দেশ্যে উড়ে যাবেন তিনি। সেখানে যোগ দেবেন দলের সঙ্গে।
২০ বছর বয়সির ফিট হয়ে যাওয়া নিউজিল্যান্ড সফরের জন্য টেস্ট দল বেছে নেওয়ার সময় জাতীয় নির্বাচকদের সমস্যা বাড়াবে। কিউয়িদের দেশে দুটো টেস্ট খেলবে ভারত। সেখানে ওপেনার হিসেবে রোহিত শর্মা ও মায়াঙ্ক আগরওয়ালের থাকা নিশ্চিত। প্রশ্ন হচ্ছে, দলের তিন নম্বর ওপেনার কে হবেন? শোনা যাচ্ছে, তৃতীয় ওপেনারের লড়াইয়ে শুভমন গিলের সঙ্গে উঠে আসতে পারেন পৃথ্বী। আবার লোকেশ রাহুলের নামও শোনা যাচ্ছে। কারণ, রানের মধ্যেই রয়েছেন তিনি।
বোর্ড সূত্রে বলা হয়েছে, পৃথ্বী কখনই পারফরম্যান্সের কারণে জাতীয় দল থেকে বাদ পড়েননি। রান না পাওয়ার জনয় তিনি জায়গা পাননি, এমনটাও হয়নি কখনও। তিনি চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে। তার পর ডোপিংয়ের কারণে নির্বাসনে ছিলেন। এর পর রঞ্জিতে নেমে ফের চোট পান। যা সারিয়ে উঠেছেন এখন। এখনও পর্যন্ত পৃথ্বী দুটো টেস্টে ২৩৭ রান করেছেন তিনি। যার মধ্যে অভিষেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরিও রয়েছে। তাই শেষ অবধি এই স্কোয়াডে কে জায়গা করে নেন, তা এখনও অনিশ্চিত। তবে সূত্রের খবর, খুব দ্রুতই নিউজিল্যান্ডে ভারত ‘এ’ দলের স্কোয়াডে যোগ দিতে চলেছেন পৃথ্বী শ।