রাফাল যুদ্ধবিমানের পর সাবমেরিন। আর এক ‘বন্ধু শিল্পপতি’কে ফায়দা করে দিতে চলেছেন প্রধানমন্ত্রী, এমন অভিযোগ তুলে তেড়েফুঁড়ে উঠেছে কংগ্রেস। এআইসিসি দফতরে আজ সাংবাদিক বৈঠক করে কংগ্রেস অভিযোগ করল, বিদেশি প্রযুক্তি নিয়ে এ দেশে ৬টি সাবমেরিন তৈরি করতে চাইছে নরেন্দ্র মোদী সরকার।
নৌসেনার অধীনে এমপাওয়ার্ড কমিটি সব দিক খতিয়ে দেখে দুটি সংস্থাকে বাছাই করে। মোদী সরকারের ইশারায় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ‘প্রতিরক্ষা উৎপাদন বিভাগ’ সে প্রস্তাব খারিজ করে ‘আদানি ডিফেন্স’ সংস্থাকে বরাত দেওয়ার প্রস্তাব বিবেচনা করতে বলেছে। অথচ কোনও নিয়মেই এই সংস্থা সেটি পেতে পারে না। এখনও পর্যন্ত একটিও জাহাজ-সাবমেরিন তৈরি করেনি তারা। কংগ্রেসের অভিযোগ, রাফালে যেমন ‘বন্ধু শিল্পপতি’ অনিল অম্বানীকে সুবিধা করে হয়েছে, এ বারেও আর এক বন্ধু আদানি গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দিতে চাইছেন প্রধানমন্ত্রী।
সুরজেওয়ালা জানান, প্রতিরক্ষা সরঞ্জাম কেনা নিয়ে ২০১৬ সালে সরকার নিজেই যে নিয়ম করেছে, তা তারা মানেনি। কংগ্রেস নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালা বলছেন, ‘‘আশঙ্কা তৈরি হয়েছে বলেই অভিযোগ করা হচ্ছে। সরকার যদি এমন কোনও পদক্ষেপ না করে, ভাল।’’ কংগ্রেস অবশ্য যাবতীয় তথ্য হাতে নিয়ে দেখাচ্ছে, আদানিকে এই বরাত দেওয়ার জন্য কী কী নিয়ম ভঙ্গ করা হয়েছে।