গতবছর বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই বাইশ গজ বিমুখ তিনি। টেস্ট থেকে আগেই অবসর ঘোষণা করে দিলেও এখনও পর্যন্ত সীমিত ওভারের খেলা থেকে অবসর নেননি ভারতীয় ক্রিকেটের মহাতারকা মহেন্দ্র সিংহ ধোনি। বিশ্বকাপের পর ৭ মাস কেটে গেলেও কবে ফের দেশের হয়ে খেলবেন, তাও জানা নেই। এরই মাঝে বিসিসিআইয়ের চুক্তি থেকে তাঁকে বাদ দিয়ে দেওয়া হল। যার ফলে তাঁর ভবিষ্যৎ নিয়ে বেশ বড় প্রশ্নচিহ্ন খাড়া হয়ে গেল।
আজ প্রকাশ হয়েছে চলতি বছরের বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি তালিকা। দেখা গেছে যে, এতদিন সেখানে বিরাজ করলেও এবার অবাকভাবে বাদ গেছে বিশ্বকাপজয়ী অধিনায়কের নাম। গত বছর গ্রেড এ’তে ছিলেন তিনি। কিন্তু এবার চুক্তি তালিকার চারটি ধাপের একটিতেও স্থান পাননি ধোনি। ফলে মাহির অবসর নিয়ে জল্পনা ফের একবার মাথাচাড়া দিয়ে উঠল।
উল্লেখ্য, ২০১৯ সালের অক্টোবর মাস থেকে ২০২০ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত করা হয়েছে এই চুক্তি। বিসিসিআইয়ের এই চুক্তি তালিকার চারটি ধাপ- এ+, এ, বি ও সি। গতবার ‘এ’ গ্রুপে থাকার কারণে বার্ষিক ৫ কোটি টাকা করে পেতেন মাহি। সাধারণত জাতীয় দলের অ্যাক্টিভ খেলোয়াড়রাই এই চুক্তির আওতায় আসেন।
অন্যদিকে, গ্রেড ‘এ’তে জায়গা পেয়েছেন লোকেশ রাহুল। বাংলার ঋদ্ধিমান সাহার এবার গ্রেড বি’তে জায়গা পেয়েছেন। গতবছর টেস্ট ক্রিকেটে প্রথমবার ওপেন করতে নেমেই শতরান হাঁকানো মায়াঙ্ক অগ্রওয়ালও এই প্রথম বিসিসিআইয়ের চুক্তির আওতায় এলেন। তাঁকে রাখা হয়েছে গ্রেড ‘বি’তে। তবে আজকের এই তালিকা প্রকাশ ফের একবার মাহির ক্রিকেট থেকে অবসর নেওয়ার জল্পনা উস্কে দিয়ে গেল, তা জলের মতই পরিষ্কার।