অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সম্ভাবনা ক্রমেই উজ্জ্বল হচ্ছে ডিভিলিয়ার্সের।
এ নিয়ে মুখ খুললেন স্বয়ং ডিভিলিয়ার্সই। তিনি জানিয়ে দিলেন, সুযোগ পেলে বিশ্বকাপে খেলতে তৈরি তিনি। এত দিন দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচার এবং অধিনায়ক ডুপ্লেসি এই নিয়ে কথা বলেছিলেন। এবার তিনি নিজেই জানালেন খেলার মাঠে নামার কথা।
মঙ্গলবার বিগ ব্যাশ ক্রিকেট লিগে অভিষেক ছিল ডিভিলিয়ার্সের। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে ব্রিসবেন হিটের হয়ে ৪০ রান করেন তিনি। দলের জয়েও উল্লেখযোগ্য ভূমিকা নেন।
ইংল্যান্ডের মাটিতে হওয়া ৫০ ওভারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপর্যয়ের সময় ডিভিলিয়ার্স ফিরতে চেয়েছিলেন কিন্তু তাঁকে ফিরিয়ে নেওয়া হয়নি। তারপর দক্ষিণ আফ্রিকার ক্রিকেট কাঠামোয় বহু বদল হয়েছে। নতুন কোচ, নতুন কর্তা এসেছেন। যার পরেই ডিভিলিয়ার্সকে ফিরিয়ে আনার ব্যাপারটা জমাট বাঁধতে থাকে।
২০১৮ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন ডিভিলিয়ার্স। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ডিভিলিয়ার্স যে ভাল ফর্মেই আছেন, তা বুঝিয়ে দিয়েছেন। ডিভিলিয়ার্স বলেছেন, ‘‘আমার দলে ফিরে আসার ব্যাপারে কোনও নিশ্চয়তা নেই। আমাকে পারফর্ম করতে হবে”।
৩৫ বছর বয়সি দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান বলেছেন, ‘‘খেলতে পারলে আমি খুবই খুশি হব। কিন্তু ব্যাপারটা ঘটতে গেলে এখনও অনেক কিছু ঠিকমতো হতে হবে। আমি বাউচ (বাউচার), গ্রেম স্মিথ (দক্ষিণ আফ্রিকা বোর্ডের ক্রিকেট ডিরেক্টর) এবং ফ্যাফের সঙ্গে কথা বলেছি। সবাই একই জিনিস চাইছে।’’