প্রথমে পরিচয় প্রকাশ না করতে চাইলেও পরে জেএনইউ হামলায় যুক্ত মুখোশধারী মহিলার নাম পরিচয় প্রকাশ্যে এনেছে। মেয়েটির নাম কোমল শর্মা। এবিভিপিও স্বীকার করেছে কোমল তাদের সদস্যা। এবার জানা গেল এক চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতারের ভয়ে পালিয়ে গেছে কোমল, অক্ষত, রোহিত। প্রশ্ন উঠছে কিভাবে অপরাধীদের ব্যাপারে এত উদাসীন রইল পুলিশ?
৫ জানুয়ারি জওহর লাল নেহরু বিশ্ববিদ্যালয়(জেএনইউ)-এ সশস্ত্র হামলার দায়ে অভিযুক্ত এবিভিপির কোমল শর্মা, অক্ষত অবস্থি ও রোহিত শাহকে জেরার জন্য ডাকলেও দিল্লী পুলিশের ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে তাঁরা সবাই পলাতক৷ তাঁদের সবার মোবাইল বন্ধ আছে৷
এদিকে নিজে নির্দোষ বলে দাবি করে গ্রেফতারি এড়াতে কোমল শর্মা জাতীয় মহিলা কমিশনারের দ্বারস্ত হয়েছে৷ মহিলা কমিশন দিল্লী পুলিশকে চিঠি পাঠিয়েছিল৷ পুলিশ সাফ জানিয়েছে, কোমল এই হামলায় জড়িত৷
অপরাধ দমন শাখার এক আধিকারিক জানিয়েছেন যে জেএনইউ হামলার সঙ্গে জড়িত অক্ষত অবস্থি, রোহিত শাহ ও কোমল শর্মার খোঁজ চলছে, তারা তিনজনেই পলাতক। ইতিমধ্যেই পুলিশ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে এই মামলায়।
জেএনইউয়ের প্রথম বর্ষের ছাত্র অবস্থি ও শাহ। এক সর্বভারতীয় টিভি চ্যানেলের স্টিং অপারেশনে তাদের দেখা যায়। পুলিশ এই হামলায় জড়িত কোমল শর্মাকে সনাক্ত করে, সে দৌলত রাম কলেজের ছাত্রী। জেএনইউ হামলার ভিডিওতে মুখ–ঢাকা তরুণী ছিল কোমল। সে হামলার সময় চেক শার্ট ও হাল্কা নীল রঙের ওড়না দিয়ে মুখ ঢেকে ছিল এবং হাতে লাঠি ছিল। শনিবার রাত থেকে কোমলের ফোন বন্ধ বলে জানিয়েছে পুলিশ। পুলিশ অবস্থি ও শাহের সঙ্গে যোগাযোগ করে, তারা পুলিশকে জানায় যে তদন্তে তারা সহযোগিতা করবে। কিন্তু তাদের ফোনও বন্ধ বলে জানিয়েছে পুলিশ।