আজ ঘোষিত হল আইসিসির এইবারের বর্ষসেরা পুরস্কার। আর সেই পুরস্কারে ত্রিমুকুট উঠল ভারত অধিনায়ক বিরাট কোহলির মাথায়। প্রথমত, যেমন ‘স্পিরিট অফ দ্য ক্রিকেট’ অ্যাওয়ার্ড যেমন তিনি জিতেছেন, তেমনই আইসিসির বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে দলেও ঠাঁই পেয়েছেন তিনি। তবে শুধু সেই দলে জায়গাই পেয়েছেন তাই নয়, ওই দুই দলের অধিনায়কও নির্বাচিত হয়েছেন কিং কোহলি।
ওয়াংখেড়েতে অজিদের বিরুদ্ধে লজ্জার হারের পরের দিন সকালেই অনন্য পুরস্কার পেয়ে গেলেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কাণ্ডারী। একইসঙ্গে আইসিসির তরফ থেকে পুরস্কৃত হলেন ব্যাটসম্যান রোহিত শর্মাও। বুধবার আইসিসি ঘোষণা করল, ২০১৯-এ একদিনের ক্রিকেটের সেরা খেলোয়াড় রোহিত শর্মাই। তালিকায় অনেকের নাম থাকলেও রোহিতকেই এই পুরস্কার দিল আইসিসি। একইসঙ্গে বিরাট কোহলি পেয়েছেন ‘স্পিরিট অফ ক্রিকেট’ অ্যাওয়ার্ড।
তবে সবচেয়ে বড় পুরস্কারটি জিতে নিয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। বিশ্বের সেরা ক্রিকেটার হিসেবে স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন স্টোকস। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার সম্মান জিতেছেন। ২০১৯ সালে ৫৯টি টেস্ট উইকেট নিয়েছিলেন কামিন্স। এর পাশাপাশি, প্রথমবার টেস্টে ওপেন করতে নেমেই দুর্দান্ত পারফর্ম করা মায়াঙ্ক অগ্রওয়াল জায়গা করে নিয়েছেন আইসিসির এ বছরের সেরা টেস্ট দলে। সেখানেও তাঁকে ওপেনার হিসেবে দলে রাখা হয়েছে। এই দলে মায়াঙ্ক ছাড়া আর কোহলিই জায়গা পেয়েছেন।