নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতার নাম করে বাংলায় যেভাবে সরকারি সম্পত্তি ধ্বংস হচ্ছে, তার বিরুদ্ধে মমতা ব্যানার্জীর সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না। গোটা বাংলায় চলছে ‘লুঙ্গি বাহিনী’র দাপট। এমন অভিযোগ করে নদীয়ার রানাঘাটে এসে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অসম ও উত্তরপ্রদেশে এদের গুলি করে মারা হয়েছে বলার পর বিধান দিয়েছিলেন এখানেও তাদের গুলি করে মারা উচিত। দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এবার দিলীপের মন্তব্য নিয়ে অস্বস্তিতে পড়ল বিজেপি শাসিত ২ রাজ্য স্বয়ং! অস্বস্তিতে যোগীরাজ্য এবং আসাম।
গত রবিবার দিলীপের গুলি চালানোর প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য শুনে নড়েচড়ে বসেছে আসামের বিজেপি সরকারও। দিলীপের মন্তব্যে অস্বস্তি ছড়াতেই আসামের বিজেপির সভাপতি রণজিৎকুমার দাস তড়িঘড়ি বিষয়টি নিয়ে আলোচনা করেন ওই রাজ্যের কয়েজন দলীয় নেতার সঙ্গে। এর পরই তিনি বাবুলের টুইটটি শুধু রিটুইট করেন, এটা বোঝাতেই যে তাঁরা দিলীপের মন্তব্যের সঙ্গে সহমত নন। তিনি স্পষ্ট জানান দিলীপের মন্তব্যে বিজেপি বেজায় অস্বস্তিতে।
বিষয়টি নিয়ে বেজায় অস্বস্তিতে পড়েছে উত্তরপ্রদেশের বিজেপি নেতারাও। সূত্রের খবর, দিলীপ ঘোষ কী ভাবে এমন কথা বললেন তা নিয়ে দলের শীর্ষ নেতৃত্বর কাছে নালিশও ঠুকেছেন তাঁরা। এমনিতেই সিএএ বিরোধী আন্দোলন মোকাবিলা করতে জেরবার উত্তরপ্রদেশ এবং অসম সরকার। তার মধ্যে আচমকা দিলীপ ঘোষ যেন বিপত্তি আরও বাড়িয়ে দিয়েছেন যোগী আদিত্যনাথ এবং সর্বানন্দ সোনওয়ালের। উত্তরপ্রদেশের যোগী সরকারের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিং মঙ্গলবার বলেন, ‘পুলিশ কোথাও গুলি চালায়নি।‘