দ্বিতীয়বার ক্ষমতায় আসার আগেও দেশে ‘আচ্ছে দিন’ আনার স্বপ্ন ফেরি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু না ‘আচ্ছে দিন’ তো দূর কি বাত! সবদিকেই খারাপ হয়েছে মানুষের হাল। অর্থনীতিত হাল শোচনীয়। এমতাবস্থায় মোদী যে কর্মসংস্থান বৃদ্ধির যে আশ্বাস দিয়েছিলেন তাও কার্যত জুমলায় পরিণত হয়েছে। জানা গিয়েছে, গত আর্থিক বছরের থেকে চলতি আর্থিক বছরে প্রায় ১৬ লক্ষ কম চাকরি হবে দেশে।
বেকারত্বের সংখ্যাও হু হু করে বেড়ে চলেছে। এই পপরিস্থিতিতে সামনে এল এরকম মারাত্মক এক তথ্য। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অর্থনৈতিক উপদেষ্টা সৌম্যকান্তি ঘোষের তৈরি রিপোর্টে এই তথ্য দেওয়া হয়েছে। এই তথ্য সামনে আসতেই আরও একবার কেন্দ্রের মোদী সরকারকে জুমলা সরকার বলছেন বিরোধীরা।
এসবিআইয়ের রিপোর্ট থেকে জানা গিয়েছে, চলতি আর্থিক বছরে আর্থিক বৃদ্ধির হার খুবই কমে গিয়েছে। এই মুহূর্তে তা ৫ শতাংশে নেমে দাঁড়িয়েছে। এর প্রভাব যে কর্মসংস্থানের ওপর পড়বেই তা তো বলাই বাহুল্য।
প্রভিডেন্ট ফান্ডের তথ্য অনুযায়ী, ২০১৮–১৯ আর্থিক বছরে পে–রোলে ৮৯.৭ লক্ষ চাকরি হয়েছিল। কিন্তু নয়া তথ্য অনুযায়ী, চলতি আর্থিক বছরে অক্টোবর পর্যন্ত পে–রোলে চাকরি পেয়েছেন ৪৩.১ লক্ষ। আর মার্চ পর্যন্ত সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াবে ৭৩.৯ লক্ষে। অর্থাৎ আগের আর্থিক বছরের তুলনায় প্রায় ১৬ লক্ষ চাকরি কম তৈরি হবে। রিপোর্টে এও জানা গিয়েছে, যাঁরা দেশের বাইরে কাজ করেন তাঁরাও বাড়িতে আগের চাইতে কম টাকা পাঠাচ্ছেন।