ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নদীয়ায় এক জনসভায় বক্তৃতায় তিনি বলেন, ‘বাংলায় যাঁরা সরকারি সম্পত্তি নষ্ট করেছে তাদের কেন গুলি করে মারেনি রাজ্য সরকার? উত্তরপ্রদেশ-আসামে শয়তানদের কুকুরের মত গুলি করে মেরেছে আমাদের সরকার।’
নদীয়ায় জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাব্র বিষোদগার করেন দিলীপ ঘোষ। যারা রাজ্যে সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ করে সরকারি সম্পত্তি নষ্ট করেছে কেন তাদের ওপর পুলিশকে গুলি চালানোর নির্দেশ দেননি? কেন গ্রেফতার করা হয়নি? প্রশ্ন দিলীপের। এ দিনের সভায় দিলীপ ঘোষ বলেন, ‘যাঁরা হিংসা ছড়িয়েছে, সম্পত্তি নষ্ট করেছে আসাম, উত্তরপ্রদেশ, কর্ণাটকে আমাদের সরকার তাদের কুকুরের মতো গুলি করে মেরেছে।
তুলে নিয়ে গিয়ে কেস দিয়েছে। এখানে আসবে, খাবে, আর এখানকার সম্পত্তি নষ্ট করবে? জমিদারি পেয়েছ নাকি? গুলিও করব, লাঠি মারব, জেলে ঢুকিয়ে দেব। আর তাই করেছে আমাদের সরকার।’ সিএএ বিরোধী আন্দোলনে রাজ্যে ৫০০-৬০০ কোটি টাকা নষ্ট হলেও রাজ্য প্রশাসন আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি বলেও এদিন অভিযোগ করেন তিনি।
দিলীপের আরও বক্তব্য যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছেন সেটা কি তাদের বাপের সম্পত্তি? সাধারণ করদাতাদের টাকায় তৈরি হয় সরকারি সম্পত্তি। মুখ্যমন্ত্রী কিছু বলছেন না, কারণ এরা মুখ্যমন্ত্রীর ভোটব্যাঙ্ক। অভিযোগ দিলীপের। দিলীপের আরও অভিযোগ, পশ্চিমবঙ্গে এক কোটি মুসলিম অনুপ্রবেশকারী রয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সুরক্ষা দিতে ব্যস্ত। হিন্দু বাঙালিদের স্বার্থে এদের চিহ্ণিত করা হবে বলেও দাবি করেছেন তিনি।