দ্বিতীয়বার ক্ষমতায় এসে তেজসকে আইআরসিটিসির হাতে তুলে দিয়েছে মোদী সরকার। দিনকয়েক যেতে না যেতেই বিতর্কের মুখে তেজস। তেজসে আইআরসিটিসির দেওয়া খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন ৫ যাত্রী। যা নিয়ে তীব্র সমালোচনার ঝড়।
ঘটনাটি গত ১১ জানুয়ারি, কারমালি থেকে মুম্বইগামী তেজস এক্সপ্রেসে ঘটেছে। গত ১১ জানুয়ারি তেজস এক্সপ্রেসে দেওয়া ভেজ পোলাও খেয়েই তাঁরা অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। পেটে তীব্র ব্যথা ও সঙ্গে ঘন ঘন বমি করতে থাকেন এরা। সকলে জানিয়েছেন, খাবার খাওয়ার আগে অবধি সুস্থই ছিলেন সকলে। ভেজ পোলাও খাবার পরেই অসুস্থ বোধ করতে থাকেন তাঁরা।
গত ১১ জানুয়ারি কারমালি থেকে মুম্বইগামী তেজস এক্সপ্রেসে রাতের খাবারে ভেজিটেবল পোলাও দেওয়া হয়েছিল যাত্রীদের। সেটি খাওয়ার সময়ই অনেকে পচা গন্ধ পান বলে অভিযোগ। এরপরই অসুস্থ হয়ে পড়েন অন্তত পাঁচ জন যাত্রী। এই বিষয়ে তেজস এক্সপ্রেসের দায়িত্বপ্রাপ্ত ক্যাটারিং সংস্থার কাছে অভিযোগ জানান তাঁরা। একজন ডাক্তার নিয়ে আসার অনুরোধ জানান। কিন্তু প্যান্ট্রিকারের কর্মীরা কোনও কথাই কানে তোলেননি বলে অভিযোগ।
আইআরসিটিসি-র এক আধিকারিক জানিয়েছেন যে খাবারে কোনও সমস্যা ছিল না। ২৭টি প্যাকেট ভুল ভাবে প্যাক করা হয়েছিল বলেই সেখান থেকে বাজে গন্ধ বেরোয়। তবে ক্যাটারিং সংস্থা এই ঘটনায় শোকজ নোটিশ দেওয়া হয়েছে। এর আগে গত ২ জানুয়ারি মুম্বই-অমদাবাদ শতাব্দী এক্সপ্রেসে ব্রেকফাস্ট খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন ৪০ জন মহিলা যাত্রী।