শনিবার থেকেই গুজব ছিল, সনি নর্ডি মোহন বাগানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ইস্ট বেঙ্গলে সই করছেন। গত তিন মরশুম সনির চোটের জন্য ভুগতে হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেডকে। এবার তাই সনির কথা উঠলে ক্লাবের অন্দরে প্রবল আপত্তি তোলেন অর্থ সচিব। ক্লাবপ্রেমকে পণ্য করা সনি নর্ডিকে তিনি ফেরাতে রাজি হননি। অন্যদিকে সনিকে নিচ্ছে না ইস্টবেঙ্গল। তবে স্টপার চাইছেন আলেহান্দ্রো।
রবিবার দুপুরেই কোয়েস কর্তারা সাফ জানিয়ে দেন,‘আমরা সনি নর্ডিকে নিচ্ছি না।’ কোয়েস ইস্ট বেঙ্গলের ফেসবুক পেজেও তা লেখা হয়।
লাল-হলুদের স্প্যানিশ স্ট্রাইকার মার্কোস ছন্দে নেই। তবুও ইস্ট বেঙ্গল কোচ আলেহান্দ্রো এখনই নতুন কোনও ফরোয়ার্ড নিতে চাইছেন না। তিনি বোরহার বদলে নতুন স্প্যানিশ স্টপারই চাইছেন। গত সোমবার লাল-হলুদ কর্তাদের সে কথাই বলেছিলেন। প্রস্তাবও পাঠানো হয়েছিল বেঙ্গালুরুতে অবস্থিত কোয়েসের অফিসে। মঙ্গলবার কোয়েস ইস্ট বেঙ্গলের বোর্ড মিটিংয়ে তা নিয়ে আলোচনা হবে।
আজ সকালে ফুটবলারদের নিয়ে ভিডিও সেশনে অংশ নেবেন কোচ আলেহান্দ্রো। তারপর প্র্যাকটিস হবে। সামাদের অল্প চোট ছাড়া দলে আর কোনও চোট-আঘাত জনিত সমস্যা নেই। চিকেন পক্স থেকে সেরে উঠে শনিবার অনুশীলনে যোগ দিয়েছেন পিন্টু মাহাতা। সোমবার স্প্যানিশ স্টপার বোরহা গোমেজের চার বছরের সন্তানের মাথায় অস্ত্রোপচার হবে।