নরেন্দ্র মোদী ও যোগী আদিত্যনাথের বিরুদ্ধে স্লোগান দিলে তাঁদের জ্যান্ত কবর দেওয়া হবে৷ দেশের অস্থির পরিস্থিতিতে এবার এমনই হুমকি দিলেন এক বিজেপি নেতা। তিনি যোগীরাজ্যের শ্রমমন্ত্রী রঘুরাজ সিং৷ আলিগড়ে একটি র্যালিতে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা প্রসঙ্গে এই মন্তব্য করেন ওই মন্ত্রী৷
তিনি বলেছেন, ‘আপনি যদি প্রধানমন্ত্রী মোদী ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে স্লোগান তোলেন, তাহলে আমি জ্যান্ত পুঁতে দেব৷’ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদে সরব৷ মনে করা হচ্ছে, সেই প্রসঙ্গেই প্রতিবাদী ছাত্র-ছাত্রীদের এমনই হুমকি দিলেন মন্ত্রী৷
তবে এখানেই থেমে থাকেননি তিনি৷ তাঁর আরও বক্তব্য, ‘গোটা দেশের মাত্র ১ শতাংশ মানুষ সিএএ-র বিরোধিতা করছে৷ তাঁরা ভারতে থাকে, আমাদের করের টাকায় খাচ্ছে, তারপর রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মুর্দাবাদ স্লোগান চলছে৷এই দেশ সব ধর্মের দেশ, কিন্তু মোদীজি বা যোগীজির বিরুদ্ধে স্লোগান মেনে নেব না৷’