প্র্যাক্টিসে নন, কালীঘাট ক্লাবের মাঠে পি সেন মেমোরিয়াল ক্রিকেট অ্যাকাডেমিতে ছোটদের নিয়ে ব্যস্ত দেশের এক নম্বর টেস্ট উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টের টিম নির্বাচন! কালীঘাট মাঠে দাঁড়িয়েই ঋদ্ধি বললেন, ‘আজ টিম সিলেকশন নাকি! জানি না তো! আসলে আমি এত খবর রাখি না।’ যদিও শেষ পর্যন্ত টিম নিবার্চন রবিবার রাত পর্যন্ত হয়নি।
আঙুলে চোট পেয়ে বেশ কিছু দিন মাঠের বাইরে থাকলেও ক্রিকেটের বাইরে থাকেননি তিনি। ছোটদের প্র্যাক্টিস করানোর ফাঁকে চলছে নিজের প্র্যাক্টিসও। ঋদ্ধি জানাচ্ছেন, “এখন পুরো ঠিক আছি। তবে সবটাই বোর্ডের উপর। আমাকে যে রকম নির্দেশ দেওয়া হবে, তেমন ভাবে চলব”।
পুরোদমে প্র্যাক্টিসে না নামলেও ঋদ্ধি কিন্তু মনে মনে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ৭ ফেব্রুয়ারি থেকে নিউ জিল্যান্ড ‘এ’ টিমের বিরুদ্ধে ভারতীয় ‘এ’ টিমে আছেন তিনি। দুই টেস্টের সিরিজ শুরু ২১ ফেব্রুয়ারি থেকে। অতীতে নিউজিল্যান্ড সফরের অভিজ্ঞতা থাকলেও সেখানে ম্যাচ খেলেননি। ২০১৪ সালে দুই টেস্টের সিরিজে গেলেও দ্বিতীয় উইকেটকিপার হিসেবে থেকে যেতে হয়।
কিউয়ির দেশ সম্পর্কে তার অভিজ্ঞতা থেকে বললেন, ‘ওখানে সব সময়ই খুব হাওয়া চলে। সেটা যেমন ব্যাটসম্যান, বোলারদের অ্যাডজাস্ট করার ব্যাপার, কিপারদেরও তেমন হাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হয়।’