গত বছরে কেন্দ্রীয় সরকারের সিএএ আইন পাশ করানোয় তীব্র অশান্তির সৃষ্টি হয়েছে গোটা দেশেই। এই আইনের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করেই চলেছেন দেশের সাধারণ মানুষ, ছাত্র-যুব সমাজ, বুদ্ধিজীবিরা। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়া ছেড়ে পা মিলিয়েছেন বলিউডের তারকারা। কলকাতাতেও এই আইনের বিরুদ্ধে নানা আন্দোলনে পা মেলাতে দেখা গিয়েছে টলিউডের নানা তারকাদের। যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অভিনেতা কৌশিক সেন, ঋদ্ধি সেন, ধৃতিমান চ্যাটার্জী, অঞ্জন দত্ত, ঋতব্রত মুখার্জী, অভিনেত্রী অপর্ণা সেন ছাড়াও আরও অনেকেই। এবার সিএএ-এনআরসি-এনপিআর-এর বয়কটের নিরিখে একটি ভিডিও বার্তা দিয়েছেন টলিপাড়ার বেশকিছু তারকারা।
সেই ভিডিও বার্তার নাম, ‘কাগজ আমরা দেখাবো না।’ মূলত এনআরসি কিংবা এনপিআর-এর নিরিখে নাগরিকত্ব প্রমাণের জন্য নানা কাগজ দেখাতে হবে সাধারণ মানুষকে। সেইজন্যই ‘কাগজ আমরা দেখাবো না’ এই ভিডিও বার্তা দিতে দেখা গিয়েছে নানা কলাকুশলীদের। যাদের মধ্যে ভিডিওতে রয়েছেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, ধৃতিমান চ্যাটার্জী, আয়ুষ্মান মিত্র, গায়ক রুপম ইসলাম, অভিনেত্রী চিত্রাঙ্গদা, মধুজা মুখার্জী, স্বস্তিকা মুখার্জী, নন্দনা সেন, কঙ্কনা সেন শর্মা, লেখিকা তিলোত্তমা শোম, মনোরঞ্জন ব্যাপারি ছাড়াও আরও অনেকেই।
এই ভিডিও বার্তায় একটাই কথা স্পষ্ট কোনও তারকাই চাইছেন না এই আইনকে। গোটা দেশের ছাত্র-যুব সমাজ যেভাবে উত্তাল তার নিরিখেই এই ভিডিও বার্তা দিয়েছেন তারকারা। যেখানে নানা ভাষায় নানা বক্তব্যের মাঝেই এই বার্তা দিয়েছেন তারকারা।