বিগত কয়েক সপ্তাহ ধরেই এনআরসি ও সিএএ-র বিরোধিতায় দিল্লীর শাহিনবাগে প্রতিবাদ চলছে৷ এর আগে বর্ষবরণের রাতে জাতীয় সঙ্গীতে মুখরিত শাহিনবাগ দেশবাসীর মনে এক অন্য ছবি এঁকেছিল৷ এবার ফের আরেক অভিনব প্রতিবাদ সাক্ষী থাকল সেই শাহিনবাগ৷ গতকাল সেখানে জড়ো হয়েছিলেন বহু মানুষ৷ তাঁরা এক একজন এক এক ধর্মের৷ তাঁদেরকে পাশাপাশি বসে ধর্মাচারণ করতে দেখা যায়৷ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল সেই ভিডিও৷
হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সব ধর্মের মানুষ জড়ো হয় শাহিনবাগে৷ সেখানে সব ধর্মের মানুষকে পাশাপাশি বসে ধর্মাচারণ করতে দেখা যায়। যাকে তাঁরা নাম দেন ‘সর্ব ধর্ম সমন্বয়’। ভিডিওটিতে দেখা যাচ্ছে, খ্রিস্টানরা বসে বাইবেল পড়ছেন। তার ঠিক উল্টোদিকে বসে আছেন শিখ ধর্মের অনুগামীরা। তাঁরা হারমোনিয়াম বাজিয়ে নিজেদের প্রার্থনা সারছেন। তাঁদের পাশেই রয়েছেন ইসলাম ধর্মাবলম্বীরা। তাঁরা পাঠ করছেন কোরান। মুসলিমদের পাশে বসেই যজ্ঞ করছেন ব্রাক্ষণ পণ্ডিত। এই ধর্মচারণের সঙ্গে সঙ্গে চলছে ভারতের সংবিধান পাঠও।
রাজধানীর মাটিতে সাম্প্রদায়িক এই চিত্র দেখে মুগ্ধ হন নেটিজেনরা৷ এরপরই চলতে থাকে একের পর এক ভিডিও শেয়ারের পালা৷ শাহিনবাগে প্রায় একমাস ধরে চলা এই প্রতিবাদ কর্মসূচীর অন্যতম নেতৃত্ব সইদ তাসির আহমেদ জানান, গীতা, বাইবেল, কোরান পাঠ করা হয়েছে। এরপর যারা এই প্রতিবাদকে সমর্থন করছেন, তাঁরা সকলেই ভারতের সংবিধান পাঠ করেছেন৷